আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: সানরাইজার্স হায়দ্রাবাদ- শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য একাদশ

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের ১৬ তম সংস্করণে ২রা এপ্রিল গতবারের রানার্স-আপ রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে নিজেদের প্ৰথম ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালের আইপিএলে শিরোপা জিতেছিল এই দলটি। তবে শেষ দুই বছর আইপিএলে একদমই ভালো প্রদর্শন করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০২১ সালের আইপিএলে লীগ পর্যায়ে একদম শেষে ছিল এই দলটি। গতবারের মরসুমে ১০টি দলের মধ্যে ৮ নম্বরে শেষ করেছিল এসআরএইচ।

এইবারের আইপিএলে দলটি পারফরম্যান্স করবে বলেই আশা করা যায়। কারণ এসআরএইচ দলে অনেকগুলি বড় বড় নাম রয়েছে যারা কঠিন পরিস্থিতি থেকে দলকে ম্যাচ জেতাতে সক্ষম। ২০১৮ সালের আইপিএলে রানার্স-আপ হওয়ার পরের দুই বছর প্লেঅফস পর্যন্ত গেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। গত দুই বছর আইপিএলে লীগ পর্যায়ে নিচের দিকে শেষ করার পর ২০২৩ আইপিএলে এই দলটি অবশ্যই চাইবে কামব্যাক করতে। নতুন অধিনায়ক এডেন মার্করাম দলটিকে দ্বিতীয়বারের জন্য শিরোপা জেতাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তি

এই দলটিতে অভিজ্ঞ খেলোয়াড় এবং তরুণ প্রতিভার ভালো সংমিশ্রণ রয়েছে। এসআরএইচ দলটিতে এডেন মার্করাম, ভুবনেশ্বর কুমার এবং গ্লেন ফিলিপসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন। অন্যদিকে উমরান মালিক, অভিষেক শর্মা এবং আবদুল সামাদের মতো তরুণ প্রতিভারাও রয়েছেন। এছাড়াও রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর এবং নাটরাজনের মতো খেলোয়াড়রাও রয়েছেন যারা খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএলে বেশ কয়েকটি মরুসুম এর আগে খেলেছেন। এছাড়াও বোলিং বিভাগ এবং ব্যাটিং বিভাগের মধ্যে ভালো সামঞ্জস্যও রয়েছে। তাই এইবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি ভালো প্রদর্শন করবে বলে আশা করা যায়।

সানরাইজার্স হায়দ্রাবাদের দুর্বলতা

এসআরএইচ দলে শুরুর দিকে বেশকিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা থাকবেন না। তিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন এবং মার্কো জানেসন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই সিরিজ থাকার কারণে শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলবেন না। এছাড়াও ভুবনেশ্বর কুমার এই মুহূর্তে বল হাতে খুব একটা ভালো ফর্মে নেই। তিনি বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়ে গেছেন।

সম্পূর্ণ স্কোয়াড

এডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুক, আবদুল সামাদ, অনমোলপ্রীত সিং, গ্লেন ফিলিপস, হেনরিক ক্লাসেন, উপেন্দ্র যাদব, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বিভ্রান্ত শর্মা, সনবীর সিং, সামর্থ ব্যস, মায়াঙ্ক ডাগার, আদিল রশিদ, মায়াঙ্ক মারকান্ডে, আকিল হোসেন, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, কার্তিক ত্যাগি, উমরান মালিক, টি নটরাজন, ফজলহক ফারুকি।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ

এডেন মার্করাম (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, মার্কো জানসেন, টি নাটরাজন।

আইপিএল ২০২৩-এ এসআরএইচের সম্পূর্ণ সূচি

ম্যাচ নম্বর তারিখ ম্যাচ কেন্দ্র সময় (ভারতীয়)
এপ্রিল ২ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদ দুপুর ৩:৩০
১০ এপ্রিল ৭ লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ লখনউ সন্ধ্যা ৭:৩০
১৪ এপ্রিল ৯ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০
১৯ এপ্রিল ১৪ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা সন্ধ্যা ৭:৩০
২৫ এপ্রিল ১৮ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০
২৯ এপ্রিল ২১ চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সন্ধ্যা ৭:৩০
৩৪ এপ্রিল ২৪ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০
৪০ এপ্রিল ২৯ দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লী সন্ধ্যা ৭:৩০
৪৭ মে ৪ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০
৫২ মে ৭ রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ জয়পুর সন্ধ্যা ৭:৩০
৫৮ মে ১৩ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস হায়দ্রাবাদ দুপুর ৩:৩০
৬২ মে ১৫ গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ আহমেদাবাদ সন্ধ্যা ৭:৩০
৬৫ মে ১৮ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০
৬৯ মে ২১ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই দুপুর ৩:৩০