সফল অস্ত্রোপচার বেন স্টোকসের, ভারতের বিরুদ্ধেই মাঠে ফেরার সম্ভাবনা
আপডেট করা - Dec 1, 2023 4:34 pm

সফল অস্ত্রোপচার বেন স্টোকসের। বুধবারই সোশ্যাল মিডিয়ায় তাঁক হাঁটুতে সফল অস্ত্রোপচারের খবর নিজেই দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। আপাতত বেশ কয়েকটা দিন মাঠের বাইরেই কাটাতে হবে এই তারকা অল রাউন্ডারকে। এরপরই সুরু হবে বেন স্টোকসের রিহ্যাব। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠার চললে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেই ইংল্যান্ড শিবিরে ফিরতে চলেছেন বেন স্টোকস। তাঁর দ্রুত আরোগ্য কামনাতেই সকলে। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেই শেষবার ইংল্যান্ডের জার্সিতে দেখা গিয়েছিল বেন স্টোকসকে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ওডিআই ফর্ম্যাটের অবসর ভেঙে ফের ব্রিটিশ শিবিরে ফিরে এসেছিলেন বেন স্টোকস। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়েই প্রত্যাবর্তন করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই মঞ্চে ভাল পারফর্ম্যান্সই দেখিয়েছিলেন। যদিও বিশ্বকাপের শুরু থেকে বেন স্টোকসকে দেখা যায়নি ইংল্যান্ডের প্রথম একাদশে। বিশ্বকাপ শুরুর হাল্কা চোট পেয়েছিলেন তিনি। সেই কারণেই প্রথম একাদশে দেখা যায়নি তাঁকে। তবে এবারের বিশ্বকাপেও ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন বেন স্টোকস।
কয়েকদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে বেন স্টোকসের
শেষ ১৮ মাস ধরে এই হাঁটুর চোটের জন্য ভুগছেন ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার। যে কারণে এই বছরের জুলাই মাস পর্যন্ত তাঁকে বোলিং করতে দেখা যায়নি। যদিও দেশের স্বার্থে ফের একবার ওডিআই ফর্ম্যাটে ফিরেছিলেন তিনি। এবারের বিশ্বকাপের মঞ্চে বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে শেষের দিকেই এসেছিলেন তিনি। যেকটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কার্যত বেন স্টোকসের হাত ধরেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে ইংল্যান্ড। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বেন স্টোকস। যদিও বিশ্বকাপের মঞ্চে শেষরক্ষা করতে পারেনি তারা।
In and out
Under the 🔪 done
Rehab starts now 🙌🙌 pic.twitter.com/Lz7Mh3Toh1
— Ben Stokes (@benstokes38) November 29, 2023
বিশ্বকাপের পর থেকেই আইপিএলে তাঁর খেলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এই মাসের শুরুতেই এবারের আইপিএল থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। এই হাঁটুর চোটের জন্যই চেন্নাই সুপার কিংসের হয়ে এবার না নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন বেন স্টোকস। এই পুরনো চোট যে তাঁকে বেশ সমস্যায় ফেলছে তা বলার অপেক্ষা রাখে না।
গত বুধবারই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে বেন স্টোকসের। সফল অস্ত্রোপচার হলেও, এখনও বেশ কয়েকটা দিন মাঠের বাইরে থাকতে হবে এই তারকা অল রাউন্ডারকে। শোনাযাচ্ছে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেই ফিরতে পারেন বেন স্টোকস।