দেহরাদুন থেকে ঋষভ পন্থকে মুম্বইয়ে নিয়ে আসার পরিকল্পনা বিসিসিআইয়ের
আপডেট করা - Jan 4, 2023 2:12 pm

কয়েকদিন আগেই ভয়াবহ গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন তারকা ারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। দিল্লি ফেরার পর পথে রিরকুতে এক ভয়াবহ গাড়ি দূর্ঘটনার কবলে পড়েছিলে ঋষভ পন্থ। আপাতত দেহরাদুনের একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁর অবস্থাও আপাতত স্থিতীশিলষ যদিও এই তারকা ক্রিকেটারকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। শোনাযাচ্ছে দেহরাদুন থেকে নাকি এবার ঋষভ পন্থকে মুম্বইয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে বিসিসিআই।
তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, তাঁকে নিেয়ে কিন্তু বিসিসিআই কর্তারা এখনও পর্যন্ত যথেষ্ট উদ্বেগে রয়েছেন। ঋষভ পন্থকে এখন দ্রুত সুস্থ করে তোলাই হল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অন্যতম চ্যালেঞ্জ। ঋষভ পন্থ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বিসিসিআইয়ের চিকিত্সকরা। দেহরাদুনের চিকিত্সকদের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন চিকিত্সকরা। এবার দেহরাদুন থেকে ঋষভ পন্থকে মুম্বইয়ে নিয়ে আসার প্রস্তুতিই শুরু করে দিয়ে্ছে বোর্ড।
গত ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ
সোমবারই ঋষভ পন্থক আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখেই হাসপাতাল কতৃপক্ষের তরপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঋষভ পন্থ যাতে আরও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেই কথা বিবেচনা করেই এবার তাঁকে মুম্বইয়ে নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। শোনাযাচ্ছে চিকিত্সার প্রয়োজনে ঋষভ পন্থকে নাকি দেশের বাইরেও পাঠানো হতে পারে। পা এবং কপালেই বড়সড় চোট পেয়েছিলেন তিনি। পায়ের লিগামেন্টে চোট লেগেছে এই তরুণ ক্রিকেটারের। আর তাতেই যে ঋষব পন্থ আপাতত তিন থেকে ছয় মাসের জন্য ভারতীয় দলের বাইরে তা বলার অপেক্ষা রাখে না।
গত ৩০ ডিসেম্বর উত্তরাখন্ড থেকে দিল্লি ফেরার পথে ডিভাইডারেের সঙ্গে সংঘাতে গুরুতর চোট পেয়েছিলেন ঋ,ভ পন্থ। নিজেই গাড়িচানিয়ে আসছিলেন ঋষভ পন্থ। ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়ার পর সেখানেই এক ট্রাক ড্রাইভারের তত্পরতায় গাড়ি থেকে উদ্ধার করা গিয়েছিল তাঁকে। এররই হাসপাতালে বাঠানো হয় ঋষভ পন্থকে। আর এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গেই আতঙ্কের আবহ দেখা দিয়েছিল গোটা ভারতীয় ক্রিকেট মহলে। যদিও এখন ঋষভ পন্থ বিপদের বাইরে রয়েছেন।
ঋষভ পন্থের মাঠে ফিরতে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে। গত বছরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্টে ম্যাচে নেমেছিলেন ঋষভ পন্থ। সেখেনে বাংলাদেশের বিরুদ্দে দ্বিতীয় টেস্ট জয়ের পিছনে ভারতীয় দলের অন্যতম প্রধান কারিগড় হলেন তিনি। প্রথম ইনিংসে ৯৩ রানও করেছিলেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু এই দূর্ঘটনায় ঋষভের রাস্তা যে অনেকটাই কঠিন করে দিল তা বলার অপেক্ষা রাখে না।