ভারতীয় দলে ডাক পেয়ে স্বপ্নপূরণ আবেশ খানের

ছেলের কেরিয়ারের শুরুর দিনগুলির স্মৃতি রোমন্থন আবেশের বাবার

Avesh Khan
Avesh Khan. (Photo Source: Instagram)

তরুণ ফাস্ট বোলার আবেশ খান সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি হোম সিরিজের আগে প্রথমবারের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন। তাঁর নির্বাচনের খবরে প্রতিক্রিয়া জানিয়ে ২৪ বছর বয়সী পেসার বলেছেন যে জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। 

ইন্দোর-নিবাসী এই ক্রিকেটার পিটিআই ভাষার সাথে কথোপকথনে তাঁর মনের কথা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে প্রতিটি খেলোয়াড় তার দেশের প্রতিনিধিত্ব করার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী এবং এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রমে লেগে থাকে।

“প্রত্যেক ক্রিকেটারের একটি স্বপ্ন থাকে যে সে তার দেশের হয়ে খেলবে এবং সে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করে। আমার স্বপ্ন এখন পূরণ হয়েছে,” আবেশ খান বলেছেন।

ডানহাতি বোলার মনে করেন যে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে সাথে ঘরোয়া ম্যাচগুলিতে তাঁর যা পারফরম্যান্স ছিল সেটিই তাঁকে জাতীয় দলে জায়গা পেতে সাহায্য করেছে। উল্লেখ্য, আবেশ খান আইপিএলের সর্বশেষ সংস্করণে মাত্র ১৫টি ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন। 

আবেশ খানের বাবা আশিক খান মনে করিয়ে দিলেন কীভাবে আমেয় খুরাসিয়া আবেশের মধ্যে প্রতিভা দেখেছিলেন এবং তাঁকে তাঁর নিজের একাডেমিতে প্রশিক্ষণ দিতে ডেকে নেন। তিনি সঙ্গে জোড়েন তিন মাস ভারতের বাইরে থাকার পর আবেশ ভারতে ফিরে এলে তাঁরা খুরাসিয়ার বাড়ি গিয়ে তাঁর আশীর্বাদ নিতে এসেছেন। 

আশিক খান বলেন, “আমার ছেলে প্রথমে ইন্দোর কোল্টস ক্রিকেট ক্লাবের সাথে যুক্ত হয়। তারপর আমেয় খুরাসিয়া তার প্রতিভা খুঁজে পেয়ে তাকে নিজের একাডেমিতে নিয়ে যায়। এর পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে ১৭ই নভেম্বর। ভারত তিনটি আন্তর্জাতিক টি-২০তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে জয়পুর (১৭ই নভেম্বর), রাঁচি (১৯শে নভেম্বর) ও কলকাতায় (২১শে নভেম্বর)।

বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামির মতো সিনিয়র ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। আবেশ খান ছাড়াও হর্ষল পাটেল, ভেঙ্কটেশ আইয়ারের মতো বেশ কিছু নতুন মুখ দলে। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের নির্বাচিত টি-২০ স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পাটেল, মহম্মদ সিরাজ।