ভারতীয় দল সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে দ্রাবিড়ের: অশ্বিন

Ravichandran Ashwin and Rahul Dravid
Ravichandran Ashwin and Rahul Dravid. (Photo Source: Getty Images)

জল্পনার অবসান হয়েছে বুধবার। আফগানিস্তান ম্যাচের দিনই ভারতীয় দলের নতুন হেড কোচের নাম ঘোষণা করা হয়। টি ২০ বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সিরিজ থেকে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। আর এই খবর শোনার পরই উচ্ছ্বসিত হয়েছেন রোহিত শর্মা।

আর রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পরই বড় মন্তব্য করলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দন অশ্বিন। দ্রাবিড়ের কোচ হওয়া প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘আমি মনে করি যে, দ্রাবিড় ভাইয়ের খেলা নিয়ে অসীম জ্ঞান রয়েছে। জীবনে যা কিছু করেছে, সে সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে। ও এমন একজন, যে নিজেও কঠিন সময় পেরিয়ে এসেছে। এনসিএ ও এ-দলের কোচ থাকার সুবাদে পুরো যাত্রাটা সম্পর্কে অবহিত। ও জানে হাতে কেমন মশলা রয়েছে। ডেসিংরুমের কিছু ক্রিকেটারের সঙ্গে ও খেলেছে। সেইসঙ্গে ও ভালোভাবে জানে সব জুনিয়র ক্রিকেটারদের। সুতরাং, আমি মুখিয়ে রয়েছি দ্রাবিড় ভাইয়ের কোচিংয়ে খেলার জন্য এবং নিজের অবদান রাখার জন্য।’

পাশাপাশি, ইন্টারভিউতে বিরাট কোহলি পরবর্তী অধিনায়ক হিসবে কাকে চান হেড কোচ দ্রাবিড়? একটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রাহুল দ্রাবিড় রোহিত শর্মার কথাই জানিয়েছেন। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি ক্রিক ট্র্যাকার। একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকের খবর অনুযায়ী, কোচের পদের জন্য ইন্টারভিউ দেওয়ার সময় দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে তাঁর কাকে পছন্দ। দ্রাবিড় জানিয়ে দেন, তিনি রোহিতকেই চান। অভিজ্ঞতার জন্যই তাঁর রোহিতকে পছন্দ বলে জানান দ্রাবিড়। দ্বিতীয় পছন্দের নামও বলেছেন নতুন কোচ। তাঁর দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল।

আবার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য রাহুল দ্রাবিড় আর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকতে পারবেন না। তাই ভবিষ্যতে এনসিএ কী ভাবে কাজ করবে, জাতীয় দলের সঙ্গে কী ভাবে সমন্বয় তৈরি করবে, তার জন্য একটি ‘পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন’ দ্রাবিড় দেন বলে জানা গিয়েছে। ঠাসা খেলার মধ্যে ক্রিকেটারদের চাপ কমানোর জন্য কী ভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে তিনি কী ভাবে ব্যবহার করবেন, সেটাও বুঝিয়েছেন বলে জানা যাচ্ছে।