বিরাট কোহলিকে চার নম্বর পজিশনে ব্যাটিং করানোর পরামর্শ এবি ডেভিলিয়র্সের
আপডেট করা - Aug 26, 2023 2:41 pm
![Virat Kohli](https://bengali.crictracker.com/wp-content/uploads/2022/12/Virat-Kohli-1.jpg)
গতবারের বিশ্বকাপের সময় থেকেই ভারতীয় দলের চার নম্বর পজিশনে কোন ক্রিকেটারকে খেলানো হবে তা নিয়ে একটা গুঞ্জন চলছিল। সেই সমস্যা যে এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি সেই কথার ইঙ্গিত রোহিত শর্নার কতাতেও পাওয়া গিয়েছিল। আসন্ন এসিয়া কাপের আগে অনেকেই ভারতীয় দলের হয়ে চার নম্বর পজিশনে বিরাট কোহিলিকে খেলানোর প্রস্তাব দিতে শুরু করেছিলেন। এবার সেই কথাই শোনা গেল বিরাট কোহলির প্রিয় বন্ধু এবি ডেভিলিয়র্সের মুখেও। চার নম্বর পজিশনে বিরাট কোহলিই ভারতের সেরা অস্ত্র হতে পারে বলে মনে করছেন এবি ডেভিলিয়র্স।
আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই শেষপর্যন্ত তী হয় তা তো সময়ই বলবে। কিন্তু সেই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে। বিশেষ করে ভারতের তিন নম্বর পজিশনে কাকে খেলানো হবে সেটা নিয়েই নানান আলোচনা চলছে। সেই প্রসঙ্গেই এবার মুখ কুলেছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। তাঁর মতে এশিয়া কাপের মঞ্চে চার নম্বর পজিশনে বিরাট কোহলিই এই মুহূর্তে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় অপশন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি
এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলের মঞ্চে জো়া সেঞ্চুরী করেছিলেন তিনি। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে সেঞ্চুরী ইনিংসও ছিল তাঁর। বিরাট কোহলির মতো ক্রিকেটার দগলের যেকোনো পজিশনেই যে খেলার জন্য প্রকস্তুত রয়েছেন তা মানতে কোনও দ্বিধা নেই প্রকাক্তন থেকে বিশেষজ্ঞদের। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররাও কয়েকদিন আগে বিরাট কোহলিকে চটাীর নম্বর পজি্শনে খেলানোর পরামর্শ দিয়েছিলেন। শেষপর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই রাস্তায় হাঁটে কিনা সেটাই দেখার।
এই প্রসঙ্গে এবি ডেভিলিয়র্স জানিয়েছেন, “এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সমর্থক হলাম আমি। আমার মতে ভারতীয় দলের চার নম্বর পজিশনে বিরাট কোহলি সবচেয়ে ভাল অপশন। সেখানে তিনি যেমন দলকে শক্তি যোগাতে পারবেন, তেমনই মিডল অর্ডারেও ভাল পারফরম্যান্স দেখাবেন। সেটা অবশ্য আমি জানি না যে তিনি কতটা এই ভূমিকা পালন করতে পছন্দ করবেন। কিন্তু দিনের শেষে তোমার দল যদি তোমার থেকে কোনও বিশেষ ভূমিকা পালনের আশায় থাকে, তবে অবশ্যই তেমনটা করা উচিত্”।
এশিয়া কাপের মঞ্চে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার।