হায়দরাবাদের বিরুদ্ধেই নাইটদের ওপেনিংয়ে দেখা যেতে পারে অ্যারণ ফিঞ্চকে
আপডেট করা - Apr 14, 2022 10:15 pm

গতম্যাচ দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির বিরাট রানের পাহাড় টপকাতে ব্যর্থ হয়েছিলেন নাইট রাইডার্স ব্যাটাররা। বোলাররাও সেদিনের ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসের কাছেই হেরে থেমে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিজয়রথ। এবার সামনে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে নামার আগেই দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে নাইট শিবিরের তরফে। শোনাযাচ্ছে এই ম্যাচেই নাকি ওপেনার হিসাবে দেখা যেতে চলেছে অ্যারণ ফিঞ্চকে।
শেষ তিন ম্যাচে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট তাদের দলে কোনওরকম পরিবর্তন করেনি। কিন্তু আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচ বাদ দিলে বাকি একটিও ম্যাচে শুরুটা ভালভাবে করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। নাইটদের ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে রয়েছেন অজিঙ্ক রাহানে। কিন্তু প্রতিটি ম্যাচের শুরুতেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। যারফলে পাওয়ার প্লের সুবিধা তুলতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সেই দিকেই প্রধান নজর নাইট শিবিরের।
এবারের আইপিএলে অ্যালেক্স হেলসের পরিবর্ত হিসাবে অ্যারণ ফিঞ্চকে নিয়েছে নাইট রাইডার্স
প্রথম ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত নাইট রাইডার্সের ওপেনিংয়ে একটি ম্যাচেও বড় রান পাননি অজিঙ্ক রাহানে। তাঁর জায়গায় হায়দরাবাদের বিরুদ্ধে অ্যারণ ফিঞ্চকে খেলানোরই ভাবনা চলছে। নাইট রাইডার্স শিবিরে বেশ কয়েকদিন আগেই যোগ দিয়েছেন তিনি। কোয়ারেন্টাইন শেষ করে বুধবার থেকেই নাইট রাইডার্সের হয়ে প্রস্তুতিতেও নেমে পড়েছেন এই অজি তারকা। রাহানের জায়গায় সেজন্য এই তারকা অজি ক্রিকেটারকে দেখলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
এবারের আইপিএলে বেস প্রাইস এক কোটি টাকায় নিলামের শেষ মুহূর্তে অজিঙ্ক রাহানেকে দলে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে ৪৪ রান এসেছিল। কিন্তু এরপর থেকেই তিনি ব্যর্থ। এরপরের চার ম্যাচ রাহানের রান ৯, ১২, ৭ এবং ৮। আর ওপেনিংয়ে তাঁর এমন ব্যর্থতার প্রভাব নাইট রাইডার্সের ব্যাটিংয়েও পড়ছিল। বিশেষ করে প্রতিটি দল যখন পাওয়ের প্লে-কে পুরোপুরি কাজে লাগাচ্ছে, সেই জায়গায় নাইট রাইডার্স বড় রানই করতে পারছে না পাওয়ার প্লে।
শেষ চার ম্যাচে নাইট রাইডার্সের ওপেনার হিসাবে ব্যর্থ হয়েছেন অজিঙ্ক রাহানে
সেই সমস্তকিছু বিচার করে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরু্দ্ধে তাঁর জায়গায় অ্যারণ ফিঞ্চকেই খেলানোর ভাবনা চলছে। এবারের আইপিএলে প্রথমে অবশ্য অ্যারণ ফিঞ্চকে দলে নেয়নি কলকাতা নাইট রাইডার্স। নাইটরা ওপেনার হিসাবে এবার তাদের দলে নিয়েছিল অ্যালেক্স হেলসকে। কিন্তু শেষপর্যন্ত নাম তুলে নিয়েছিলেন তিনি। সেই জায়গাতেই অ্যারণ ফিঞ্চকে দলে নিয়েছে এবার কলকাতা নাইট রাইডার্স।
এর আগেও আইপিএলের মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে অ্যারণ ফিঞ্চের। সেইজন্যই এই অজি তারকার ওপর ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। পাকিস্তানের বিরুদ্ধে সদ্য একদিনের সিরিজ খেলেই আইপিএলের মঞ্চে এসেছেন অ্যারণ ফিঞ্চ। হায়দরাবাদের বিরুদ্ধে সুযোগ পেলে, অ্যারণ ফিঞ্চ জ্বলে উঠতে পারেন কিনা সেটাই এখন দেখার।