বিশ্বকাপের প্রতি ম্যাচেই প্রথম একাদশ পরিবর্তন হতে পারে, ইঙ্গিত রোহিত শর্মার
আপডেট করা - Oct 22, 2022 2:14 pm

আর মাত্র ২৪ ঘন্টার অপেক্ষা। এরপরই মেলবোর্নে সবচেয়ে বড় ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার প্রথম একাদশ য়ে কার্যত রোহিত শর্মার প্রস্তুত হয়ে গিয়েছে তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যে সেই একই প্রথম একাদশ দেখা যাবে তেমনটা কিন্তু নয়। ভারতের প্রতি ম্যাচেই বদলাতে পারে ভারতীয় দলের প্রথম একাদশ।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারত। পাকিস্তান এবং নিউ জিল্যান্ডের কাছে পরপর দুটো ম্যাচ হেরে বিশ্বকাপ জয়ের আসাও শেষ হে গিয়েছিল তাদের। এবার যাতে তেমন কোনও অঘটন না ঘটে, সেদিকেই নজর রয়েছে ভারতীয় শিবিরের। ঘরের মাঠে তো বটেই, অস্ট্রেলিয়ার মাটিতেও সেই প্রস্তুতিই চলেছে টিম ইন্ডিয়ার। নির্ধারিত সমের বেশ কয়েকদিন আগেই এবার অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল।
রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল
সেখানেই ইতিমধ্যে অন্যান্য দেশের তুলনা. প্রস্তুতি ম্যাচও বেশী খেলেছে ভারতীয় দল। প্রস্তুতির জন্য পার্থকেই বেছে নিয়েছিল তারা। অস্চ্রেলিয়ার পিচ এবং সেখানকার পরিস্তিতিও পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই দলের প্রতিটি ক্রিকেটারকে দেখে নিয়েছেভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার মাঠে নামার সময়। তার আগেই এবারের বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনার খানিকটা প্রকাশ্যে আনলেন খোদ রোহিত শর্মা।
ম্যাচের আগের দি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “এবারের বিশ্বকাপ শুরু হওয়ারক আগে আমরা প্রচুর ডেটা নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালিয়েছি। আমাদের দলের প্রথম এসাদশ নিয়েও আমি একেবারে প্রস্িতুত রয়েছি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই একটি অথবা দুটো পরিবর্তন করার ব্যপারে আমি বেশ নিশ্চিত রয়েছি”।
প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। বিশ্বকাপের মঞ্চ মানেই যে সবসময় একটা চাপ সেখানে কাজ করে তা বলার অপেক্ষা রাখে না। সেইসহ্গে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ মানেই যে একটা কটিন চ্যালেঞ্জ সেখানে রয়েছে, তাও বলতে দ্বিধা করেননি রোহিত শর্মা।
এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, “চাপ সবসময়ই থাকে। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে খেলতে নামাটা সবসময়ই একটা কঠিন চ্যালেঞ্জ। এছাড়াও সেষ ৯ বছরে আমরা একটিও আইসিসির প্রতিযোগিতা জিততে পারিনি। এমন দল নিয়ে এই সাফল্য না পাওয়াটা সবসময়ই অত্যন্ত হতাশার”।