এশিয়া কাপ শেষ হওয়ার চারদিন পরই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন

India vs West Indies
India vs West Indies. (Photo Source: Twitter)

এশিয়া কাপ শেষ হওয়ার চারদিন পরই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই। আগাম ২৮ অগস্ট এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত। সেখানেই রোহিত শর্মাদের দলের পারফরম্যান্স দেখে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে, তা কার্যত স্পষ্ট। ১৬ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে সেই বিশ্বকাপের দল গঠনের ড্রেস রিহার্সাল যে এই এশিয়া কাপের মঞ্চেই হতে চলেছে সেই ইঙ্গিত বোর্ডের তরফে।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দল। প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে অঘটন ঘটিয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের আশা শেষ হয়ে গিয়েছিল বিরাট কোহলিদের। অস্ট্রেলিয়ার মাটি থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যে দল গঠন নিয়েই এখন চলছে জোর কদমে প্রস্তুতি। এশিয়া কাপে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।

এশিয়া কাপে ২৮ অগস্ট যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল

আগামী ১৬ সেপ্টেম্বর টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন। যদিও তার একদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে চলেছে ভারতীয় দল।  আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল। তার ঠিত চারদিন পরকই এসিয়া কাপের জন্য ভারতীয় দল নির্বাচন করতে বসবেন নির্বাচকরা। সেখানেই কোনও নতুন মুখ আসে কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। একইসঙ্গে ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকেও তাকিয়েরয়েছেন নির্বাচকরা।

কয়েকদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে বার্তা দিয়েছিলেন রোহিত শর্মা। বিশ্বকাপের জন্য যে কার্যত তাদের ৮০ থেকে ৯০ শতাংশ দল প্রস্তুত হয়ে গিয়েছে, তা রোহিত শর্মার কথাতেই ছিল স্পষ্ট। এশিয়া কাপের পর ২ থেকে ৩ জন পরিবর্তন হবে কিনা সেটা তারা ভেবে দেখবেন। এমনই একটা বার্তা দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক দ্য হিটম্যান। বিশ্বকাপের আগে আগামী ২৮হ অগস্ট থেকে ড্রেস রিহার্সালে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

বিরাট কোহলি পরবর্তী ভারতীয় দলের দায়িত্ব এখন রোহিত শর্মার কাঁধে। টি টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত একটিও সিরিজে হারেননি রোহিত শর্মা। এশিয়া কাপে নামার আগে রোহিত শর্মা সহ বাক ক্রিকেটাররা আপাতত বিশ্রামে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজও তারা ৪-১-এ জিতে ফিরেছে। এই মুহূর্তে লোকেশ রাহুলের নেতৃত্বে ভারত জিম্বাবোয়ে সফরে রয়েছেন।

ইতিমধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা এনসিএ-র ক্যাম্পে যোগ দিয়েছেন। এশিয়া কাপ নিয়েই এখন ভাবতে চাইছেন সকলে।