যশস্বী জয়সওয়ালের ব্যাটে সেঞ্চুরী দেখার প্রত্যাশায় ঈশান্ত শর্মা

Ishant Sharma
Ishant Sharma. (Photo by Nigel French/PA Images via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্টের মঞ্চে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। এবারের আইপিএলে ভাল পারফরম্যান্স দেখানোর পরই যে তাঁকে ভারতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তিনি ভারতীয় স্কোয়াডে সুযোগ পাওয়ার পর থেকেই এই তরুণ ক্রিকেটারকে নেিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নানান কথাবার্তা হতে শুরু করেছিল। এই সিরিজেি যশস্বী জয়সঔওয়ালের অভিষেক হওয়ার ব্যপারেও সকলে আশাবাদী ছিল। শেষপর্যন্ত সেটাই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের।

প্রথম দিনই তাংরক পারফরম্যান্স দেখে প্রশংসার সুরই শোনা গিয়েছে প্রত্যেকের মুখে। এই সিরিজেরই ধারাভাষ্য দিচ্ছেন ঈশান্ত শর্মা। যশস্বী জয়সওয়ালের প্রথমদিনের পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন তিনিও। যেভাবে যশস্বী জয়সওয়াল তাঁর পারফর্মযান্স দেখানো শুর করেছেন, ঈশান্ত শর্মার মতে এই টেস্টের মঞ্চে যশস্বীর সামনে সেঞ্চুরী করার সবচেয়ে বড় সুযোগ রয়েছে। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে ৪০ রানে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিনও যে সকলে তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে।

প্রথম দিনের শেষে ৪০ রানে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটারকে। রাজস্থান রয়্যালসের বেশীরভাগ ম্যাচ জয়ের পিছনে যে এই তরুণ ক্রিকেটারেরই অবদান সবচেয়ে বেশী ছিল তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র তাই নয় এবারের আইপিএলেই দ্রুততম সেঞ্চুরী করার রেকর্ড গড়েছিলেন তিনি। একইসঙ্গে তাঁর ব্যাটে ছিল সে়্ঞ্চুরীরও ঝলক। আইপিএল ছাড়াও প্রথম শ্রেনীর ক্রিকেটেও যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে এসেছিল বিরাট রান। সেই সমস্ত কথা মাথায় রেখেই যে এই তরুণ ক্রিকেটাররে ভারতীয় দলের প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলাই বাহুল্য। তাঁর ব্যাট থেকে সেঞ্চুরী দেখার অপেক্ষায় ঈশান্ত শর্মা।

তিনি জানিয়েছেন, “তিনি এখন একটা সঠিক মঞ্চে রয়েছে। এখানে প্রথমে তাঁর অর্ধশতরানের দিকেই  এগনো উচিত্। এরপর নিজের ইনিংস বিল্ডআআপের দিকেই নজর দেওয়া উচিত্। সেঞ্চুরীর লক্ষ্যে পৌছনোর জন্য এটা তাঁর কাছে একটা বিরাট সুযোগ”।

রোহিত শর্মার সঙ্গে তাঁকে দিয়েই ওপেনিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুটা বেশ ভালভাবেই করেছেন তিনি।  টেস্ট ফর্ম্যাটে খেললেও, তাঁর আক্রমণাত্মক খেলা কিন্তু মাঝেমধ্যেই দেখা গিয়েছে। প্রথম দিনের শেষে যশস্বী জয়সওয়াল দাঁড়িয়ে রয়েছে ৪০ রানে। খেলেছেন ৭৩ বল। সেই ৪০ রানের ইনিংসেক মধ্যে ৬টি চার কিন্তু দেখা গিয়েছে তাঁর ব্যাট থেকে।