রাহুল ত্রিপাঠির বিধ্বংসী ইনিংসে মুম্বইকে হারিয়ে ওয়াংখেড়েতে সূর্যোদয় হায়দরাবাদের

Bhuvneshwar Kumar and Kane Williamson
Bhuvneshwar Kumar and Kane Williamson. (Photo Source: IPL/BCCI)

রাহুল ত্রিপাঠির ঝোরো ইনিংস  এবং বল হাতে উমরান মালিকের দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফের পথে দৌড় অব্যহত রাখল সানরাইজার্স হায়দরাবাদ। নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিলেও, তিনি কতটা দক্ষ তা হয়ত আরও একবার বুঝিয়ে দিলেন রাহুল ত্রিপাঠি। তাঁর চওড়া ব্যাটে  ভর করেই আইপিএলের প্রথম চারের আশা এখনও জেগে রইল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদের। পরপর ম্যাচ হারের পর রোহিত শর্মাদের হারিয়েই ফের জয়ে ফিরল তারা। ৩ রানে রানে জিতল সানরাইজার্স হায়দরাবাদ।

এবারের দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছিল সানরাইজার্স হায়দরাবাদ। টানা পাঁচ ম্যাচ জিতে সকলকে চমকে দিয়েছিলেন চারা। কিন্তু শেষের দিকে হঠাত্ই যেন ছন্দপতন হয়েছিল তাদের। পরপর ম্যাচ হেরে ক্রমশই খাদের কিনারায় চলে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। রাহুল ত্রিপাঠির হাত ধরেই অবশেষে জয়ের রাস্তায় ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে আরও একটা ধারাবাহিক পারফরম্যান্সের প্রদর্শন করলেন ত্রিপাঠি। কিন্তু  বড় রানরেট নিয়ে জিততে পারল না উইলিয়ামসনের হায়দরাবাদ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদের।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও আশা জাগিয়ে রাখল সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলের প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততেই হল সানরাইজার্স হায়দরাবাদকে। অবশেষে ওয়াংখেড়েতে রাহুল ত্রিপাঠির হাত ধরেই সূর্যোদয় হল হায়দরাবাদের। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। পরিকল্পনাটা ছিল হায়দরাবাদকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া। সেই লক্ষ্যে শুরুটা করেওছিল তারা ভাল। ১৮ রানের মধ্যে অভিষেক শর্মাকে ফিরিয়েও দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

কিন্তু এদিন রাহুল ত্রিপাঠি ছিলেন বিধ্বংসী মেজাজে। তাঁর একার ঝড়েই এদিন তছনছ হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স বোলিং ব্রিগেড। সেইসঙ্গে প্রিম গর্গের তাঁকে যোগ্য সঙ্গত। গর্গকে সঙ্গে নিয়ে ৭৮ রানের পার্টনারশিপ খেলেন রাহুল ত্রিপাঠি। গর্গ ফিরে গেলে নিকালোস পুরাণকে নিয়ে ফের পার্টনারশিপ গড়ার কাজ শুরু করে দেন রাহুল ত্রিপাঠি। সেইসঙ্গে দুই ক্রিকেটারের হাত থেকেই ছিল ছয়, চারের বন্যা। এদিন ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠি। তাঁর গোটা ইনিংসে রয়েছে ৯টি চার ও ৩টি ছয়। সানরাইজার্স হায়দরাবাদ করে ১৯৩ রান।

জিততে হলে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে শুরু থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলতে হত। রোহিত শর্মাকে দীর্ঘদিন পর ফের যেন সেই পুরনো ছন্দে দেখা যাচ্ছিল। ইশান কিষাণকে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপও গড়েন তিনি। কিন্তু তিনি ফিরতেই যেন  ফের বদলে যায় ম্যাচের রং। একসময় যাদের জিতবে পরপর ইশান কিষাণ, তিলক বর্মা এবং ড্যানিয়েল স্যামসদের উইকেট ক্রমশই হায়দরাবাদের জয়ের ভিতটা পাকা করতে থাকে।

৪৪ বলে ৭৬ রান করে ম্যাচের সেরা রাহুল ত্রিপাঠি

টিম ডেভিড অবশ্য একটা চেষ্টা চালিয়েছিলেন ঠিকই, টি নটরাজনের বিরুদ্ধে তাঁর এক ওভারে ২৫ রান, হঠাত্ই যেন আশা জাগিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। কিন্তু সেই ওভারেই তাঁর রান আউটে সব আশা শেষ। ৩ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এখনও আশা জিইয়ে রাখল সানরাইজার্স হায়দরাবাদ।