ইভান্স ও টার্নারের লড়াইয়ে চতুর্থবার বিগব্যাশ লিগ চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
আপডেট করা - Jan 28, 2022 6:25 pm

লরি ইভান্স ও অ্যাশটন টার্নারের ঝোরো ইনিংসেই বিগ ব্যাশ লিগের ইতিহাসে রেকর্ড গড়ল পার্থ স্কর্চার্সরা। সিডনি সিক্সার্সদের খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে চতুর্থবারের জন্য বিগ ব্যাশ লিগ জিতে নিল পার্থ। সিডনির বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং করে ম্যাচের নায়ক লরি ইভান্স। কঠিন পরিস্থিতি থেকে তাঁর ঝোরো ইনিংসে ভর করেই এদিন ঘুরে দাঁড়ায় পার্থ স্কর্চার্স। আর সেটাই বোধহয় এদিনের ম্যাচের ভাগ্যও নির্ধারণ করে দিয়েছিল। সিডনিকে মাথা তুলে দঁড়াবার আর কোনও সুযোগই দেননি পার্থের ক্রিকেটাররা।
এদিন প্রথমে ব্যাট পায় পার্থ স্কর্চার্স। ধারেভারে এগিয়ে থেকেই নেমেছিল তারা। যদিও ফাইনালের মঞ্চে কোনও কোনওকিছুই আগে থেকে বলা সম্ভব নয়। ব্যাট হাতে শুরুটা একেবারেই ভাল করতে পারেনি পার্থ। দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। এই লিগে এখনও পর্যন্ত চারবার সিডনি সিক্সার্সকে তারা হারালেও, ম্যাচের প্রথম আধঘন্টা কিন্তু ম্যাচ ছিল সিডনির দখলেই।
২৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে শুরুতেই বেশ চাপে পড়ে গিয়েছিল পার্থ। মুনরো, মার্শ এবং প্যাটরসনদের মতো তারকারা কেই দু অক্ষরের রানেই পৌঁছতে পারেননি। সেই জায়গা থেকেই ধীরে ধীরে ম্যাচের হাল ধরে দলের অধিনায়ক অ্যাশটন টার্নার। সঙ্গে লরি ইভান্স। আর এই দুই ক্রিকেটারের হাত ধরেই যেন ফের ট্র্যাকে ফেরে পার্থ স্কর্চার্স। মাঠে শুরু ইভান্স ঝড়।
একাই এদিন প্রতিপক্ষ বোলারদের বিধ্বস্ত করেন তিনি। ৪১ বলে ৭৬ রানের ঝোরো ইনিংসে শুধুই চার আর ছয়ের বন্যা। একাই হাকান ৪টি ওভার বাউন্ডারি এবং চারটি বাউন্ডারি। হিসাব করলে দাঁড়ায় ৮ বলে ৪০ রান করেছেন তিনি। সঙ্গে অবশ্যই অধিনায়কের মতো ইনিংস অ্যাশটন টার্নারের। তিনি করেন ৩৫ বলে ৫৪ রান। টার্নার যখন ফেরেন তখন দলের রান ১৫৪। মাঠে ছিলেন ইভান্স। তিনি অপরাজিতই থাকেন। পার্থ স্কর্চার্সরা করে ১৭১ রান।
রালের লক্ষ্যটা বড়। লড়াই চালানোর চেষ্টাটাও করেছিল সি়ডনি সিক্সার্স ব্যাটাররা। কিন্তু শেষপর্যন্ত আর পেরে ওঠেনি। পার্থের বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি তারা। বল হাতে এদিন সিডনিকে একাই শেষ করে দেন অ্যান্ড্রু টাই। মাক্র ১৫ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নেন তিনি। যে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান কয়েকদিন আগেই হুঙ্কার দিয়েছিলেন, তাঁকেও সাজঘরে ফেরানোর রাস্তাটা দেখিয়ে দেন এই তারকা বোলার। এছাড়াও দুটো উইকেট পান রিচার্ডসন। একশো রানের গন্ডীও টপকাতে পারেনি সিডনি সিক্সার্স। ৯২ রানে শেষ হয়ে যায় তারা।
৭৯ রানে সিডনিকে হারিয়ে চতুর্থবার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হয় পার্থ স্কর্চার্স। লিগ টেবিলে শীর্ষস্থানে থেকেই এবার প্লে অফে পৌঁছেছিল তারা। যোগ্য দল হিসাবেই যে এবার চ্যাম্পিয়নের তকমাটা মাথায় উঠেছে সেটা বলার অপেক্ষা রাখে না।