চলতি বিবিএল মরসুমে প্ৰথম জয় পেল মেলবোর্ন স্টারস, ৪ উইকেটে হারল সিডনি সিক্সার্স
আপডেট করা - Dec 26, 2023 5:09 pm

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২০২৪-এর ১৪তম ম্যাচে সিডনি সিক্সার্সকে ৪ উইকেটে হারাল মেলবোর্ন স্টারস। এই মরসুমে এটি ছিল তাদের প্ৰথম জয়।
এই ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল মেলবোর্ন স্টারস। ব্যাট করতে নেমে ২৭ রানের মাথায় নিজেদের প্ৰথম উইকেট হারায় সিডনি সিক্সার্স। জশ ফিলিপ ১৫ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার জেমস ভিন্স ৫৫ বলে ৮৩ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ২টি ছয় মারেন। ড্যানিয়েল হিউজ, মইসিস হেনরিকস এবং জর্ডান সিল্ক ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। হিউজ ৭ বলে মাত্র ২ রান করে নিজের উইকেট হারান। হেনরিকস ১১ বলে মাত্র ৫ রান করে আউট হন। সিল্ক স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করতে সক্ষম হন।
জ্যাক এডওয়ার্ডস ২টি চার এবং ১টি ছয় সহ ২৩ বলে ৩০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। জোয়েল ডেভিস ৪ বলে ৭ রান করেন। অন্যদিকে, বেন ডরশুইস ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। শন অ্যাবট ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে সিডনি সিক্সার্স। উসামা মির ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। হারিস রউফ ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। মার্কাস স্টোইনিস ১টি উইকেট নিতে সক্ষম হন।
৩ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় মেলবোর্ন স্টারস
মেলবোর্ন স্টারস দলের দুই ওপেনার থমাস রজার্স এবং স্যাম হার্পার যথাক্রমে ১৯ বলে ২০ রান এবং ১১ বলে ১৭ রান করেন। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোইনিস স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। ম্যাক্সওয়েল ৮ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, স্টোইনিস ৬ বলে ৬ রান করে নিজের উইকেট হারান।
হিলটন কার্টরাইট ৩০ বলে অপরাজিত ৪৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার। ইমাদ ওয়াসিম ১০ বলে ১৪ রান করেন। জোনাথন মের্লো ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ১৯.৩ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় মেলবোর্ন স্টারস। শন অ্যাবট এবং জ্যাকসন বার্ড ২টি করে উইকেট শিকার করেন। স্টিভ ওকিফে এবং জ্যাক এডওয়ার্ডস ১টি করে উইকেট পান।