সেমিতে আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান উইলিয়ামসন

Kane Williamson
Kane Williamson. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

গ্রুপ পর্বেই টি -২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া। তারপর অনেকেই আইপিএলের কারণে এই হতশ্রী পারফরম্যান্সের কথা বলেছেন। তবে আজকের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আইপিএলের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান বলে মন্তব্য করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজ়িল্যান্ড অধিনায়কের মন্তব্য, ‘‘আইপিএলে খেলার অভিজ্ঞতাটা অবশ্যই এই প্রতিযোগিতায় কাজে দিচ্ছে। এখানকার পিচ, পরিস্থিতি সম্পর্কে আন্দাজ পাওয়া গিয়েছে।’’

প্রসঙ্গত, শেষ যে আইসিসি প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল এই দুই দল, সেখানে বিতর্কিত পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ হাতছাড়া হয়ে যায় নিউজ়িল্যান্ডের। ফাইনালের সেই হার কী রকম যন্ত্রণাবিদ্ধ করেছিল দলকে? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্ক এড়িয়ে গিয়ে উইলিয়ামসন বলছিলেন, ‘‘দারুণ একটা খেলা হয়েছিল সে দিন। শেষ দিকে কয়েকটা ব্যাপার আমাদের পক্ষে যায়নি ঠিকই, কিন্তু সে সব এখন অতীত। এ বার সামনে অন্য একটা চ্যালেঞ্জ।’’

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) পর্ব মিটতেই ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের পূর্ণ দায়িত্ব পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত (Team India)। এর আগে অধিনায়ক হিসেবে ‘হিট ম্যান’এর নাম ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। বিরাট কোহলির পরবর্তী যুগে যে রোহিতের হাতে টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকবে সেটা আগে থেকেই জানা ছিল। তাই এই ঘোষণা প্রত্যাশিত। অন্যদিকে এই ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে কেএল রাহুলের (KL Rahul) নাম ঘোষণা করল বোর্ড।