বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখেই বাবর আজমের লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত

Babar Azam
Babar Azam. (Photo Source: Twitter)

প্রথম দুটো মরসুমে না খেললেও এবারই লঙ্কা প্রিমিয়ার লিগে নেমেছেন বাবর আজম। প্রথম ম্যাচে বড় রাান করতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই বড় রানের ইনিংস কেলেছিলেন বাবর আজম। বি লাভ ক্যান্ডের বিরুদ্ধে বাবর আজমের ব্যাট থেকে এসেছিল ৫৯ রানের ঝলক। এরপরই বাবর জমের লঙ্কা প্রিমিার লিগ খেলার কারণ সকলের সামনে এএনেছেন তাঁর বাবা। এই মরসিমে জি২০ কানাডাতেও খেলার সুযোগচিল বাবর জমের সামনে। কিন্তু কেন তিনি সেই সুযোগ ছেড়ে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সকলকে জানিয়েছেন তাঁর বাবা।

এই মুহূর্তে লঙ্কা প্রিমিয়ার লিগে দুটো ম্যাচ খেলে বাবর আজমের রান রয়েছে ৬৬। প্রথম ম্য়াচে জাফনা কিংসের বিরুদ্ধে মাত্র ৭ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল পাকিস্তানের অধিনায়ককে। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে ছন্দে ফিরতে খুব একটা বেশীসময় লাগেনি। দ্বিতীয় ম্যাচেই বি লাভ ক্যান্ডির বিরুদ্ধে ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর এই পারফরম্যান্স যে কলম্বো স্ট্রাইকার্সকে অনেকটাই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

বি লাভ ক্যান্ডির বিরুদ্ধেই ৫৯ রানের ইনিংস খেলেছিলেন বাবর আজম

এই ম্যাচ খেলার পরই বাবর জমের লহ্কা প্রিমিয়ার লিগ খেলার  আসল কারণ সকলের সামনে এনেছেন তাঁর বাবা। কয়েকদিন পরই শুরু হবে এশিয়া কাপ। এরপরই রয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ। তার আগে এই মঞ্চকেই নিজের প্রধান প্রস্তুতি মঞ্চ হিসাবে কাজে লাগাতে চাইছেন বাবর আজম।তাঁর সামনে কানাডার জি টি২০ খেলারও সুযোগও ছিল। সেখানে এউ মুহূর্তে আবহাওয়া যেমন মনোরম রয়েছে, তেমনই টাকার অঙ্কটাও খানিকটা বেশীই ছিল। সেইসঙ্গে সেই প্রতযোগিতা খেলার পর এশিয়া কাপ খেলার জন্যও অনেকটা সময় পেয়ে যেতেন বাবর আজম।

কিন্তু পাকিস্তানের হয়ে নিজের সেরা পারফরম্যান্স এশি্য়াকাপ ও বিশ্বকাপে দেখানোর জন্যই নাকি এই মঞ্চকে বেছে নিয়েছেন বাবর আজম। এই লিগ শেষ হবে ২০ অগস্ট। ফলে এশিয়া কাপ শুরু হওয়ার আগে বিশ্রামের খুব একটা বেশী সময়ও তিনি পাবেন না।  এছাড়া এখানকার উষ্ঞ আবহাওয়ার কথা মাথায় রেখেও লঙ্কা প্রিমিয়ার লিগেই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজম।  কারণ এবারের এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও খেলা হবে।

দেশের মাঠের পাশাপাশি শ্রীলঙ্কার মাঠেও পাকিস্তানকে বেশ কয়েকটা ম্যাচ খেলতে হবে। সেই কারণেই বাবর জম নাকি লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। লঙ্কা প্রিমিয়ার লিগে বাবার আজম কতটা সফল হয়সেটাই এখন দেখার।