এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে চমক দেওয়ার ইঙ্গিত রোহিত শর্মার
আপডেট করা - Aug 27, 2022 9:55 pm

রবিবার এশিয়া কাপের সবচেয়ে বড় মহারণ। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। উত্তাপের পারদ অখন তুঙ্গে। ভারত কী বিশ্বকাপের সেই প্রতিশোধ নিতে পারবে। নাকি পাকিস্তান আবারও বাজিমাত করবে। এই নিয়েই চলছে হিসাব নিকাশ। রোহিত শর্মার নেতৃত্বে ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছিল ভারত। এবার সেই রোহিত শর্মাই পূর্ণ সময়ের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য কার্যত তারা প্রস্তুত। তবে সেই ম্যাচে দল গঠন নিয়ে যে বেশ কিছু চমক থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা কী চমক প্রস্তুত করবেন তা তো রবিবার ম্যাচ শুরু হওয়ার পরই বোঝা যাবে। কিন্তু পাকিস্তান বধের ছক যে রোহিত শর্মার কষা হয়ে গিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এখনই প্রথম একাদশ ঘোষণা করতেই রাজি নন তিনি। বরং শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের দিকেই নজর রেখেছেন রোহিত শর্মা সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “পাকিস্তানের বিরুদ্ধে কী প্রথম একাদশ সাজানো হবে তা এখনই আমরা ঠিক করিনি। শনিবার শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কারণ এই পিচেই রবিবার ম্যাচে নামব আমরা। সেজন্য এদিনের পিচ দেখার পরই প্রথম একাদশ তৈরি করব”।
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দেখেই প্রথম একাদশ বাছার সিদ্ধান্ত রোহিত শর্মার
ভারতীয় দলের এশিয়া কাপের স্কোয়াডে তারুণ্যের আধিক্য। দলে রয়েছেন আভেশ খান, অর্শদীপ সিংদের মতো তরুণ বোলার। তাদেরকে নিয়েই যে পাকিস্তান শিবিরকে চমক দেওয়ার প্রস্তুতি তিনি সেরেছেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে দলের সকলে যে বেশ খোশ মেজাজেই রয়েছেন তাও বলতে দ্বিধা করেননি রোহিত শর্মা। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে অতীতের ঘটনাও এখন তারা মনে রাখতে চাননা। নতুনভাবেই এগোতে চাইছেন ভারত অধিনায়ক।
এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “আমাদের শিবিরে সকলেই বেশ খোশ মেজাজে রয়েছে। নতুন প্রতিযোগিতা নতুনভাবে শুরু করতে চাই। ইততে পাকিস্তানের বিরুদ্ধে কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে খেলাটা সবসময়ই একটা চ্যালেঞ্জের। একটি ম্যাচ নিয়েই ভাবতে চাই আমরা”।
একইসঙ্গে রোহিত শর্মা আরও জানিয়েছেন, “বেশ কিছু নতুন জিনিস করার পরিকল্পনা আমরা করেছি। তাতে যে সফল হয় হবই তেমনটাও নয়। কম্বিনেশন নিয়ে অনেকেরই চিন্তা রয়েছে। সেটা রবিবারই ঠিক করব আমরা। ফলাফলের কথা দূরে সরিয়ে রেখে বেশকিছু নতুন জিনিসই আমরা পরিকল্পনা করেছি”।
গতবার বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারতীয় দল। ১০ ুইকেটে হারতে হয়েছিল তাদের। এশিয়া কাপের মঞ্চেই প্রতিশোধটা মধুর হয় কিনা সেটা এখন দেখার।