হতাশ ডেভিড ওয়ার্নার, বিদায় মঞ্চ থেকেই দিলেন আবেগতাড়িত বার্তা

David Warner
David Warner. ( Photo Source: ipl/bcci)

জিতলেই আইপিএলের প্লেঅফের টিকিট তাদের পাকা ছিল। কিন্তু হয়নি। সেই পচা শামুকেই পা কেটে এবারের আইপিএলের প্লেঅফের স্বপ্নভঙ্গ হয়েছে দিল্লি ক্যাপিটালসের। যে মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলের লাস্টবয়। সেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেই আইপিএলের প্লেঅফে পৌঁছনোর স্বপ্নভঙ্গ হয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের। ঋষভ পন্থের একেরপর এক ভুল সিদ্ধান্ত এবং শেষ মুহূর্তে টিম ডেভিডের সেই বিধ্বংসী ইনিংস। দিল্লির সমস্ত আশা শেষ করে দিয়েছিল।প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার আবেগতাড়িত বার্তা ডেভিড ওয়ার্নারের।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ওয়ার্নারের ওপর ভরসা রেখেছিল। দিল্লির হয়ে প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাঁর হাত ধরে বহু কঠিন  ম্যাচেই সফল্য এসেছে দিল্লি ক্যাপিটালসের। তবুও শেষরক্ষা হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতেই হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। লড়াইটা করলেও, এদিন ম্যাচ জেতার জন্য বোধহয় তা যথেষ্ট ছিল না। চেষ্টা করলেও তারা পারেননি। সেটা যেমন মেনে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, তেমনই আগামী মরসুমে আরও শক্তিশালী হয়ে ফেরার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে।

১২ ম্যাচে ৪৩২ রান করেছেন ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নারের মতে এবারের আইপিএলে তাদের দলের প্রত্যেক সদস্যই নিজেদের সেরাটা দিয়েছিল। কিন্তু যে ফলাফলটা তারা আশা করেছিল, সেটা আসেনি। হতাশাতো থাকবেই, সেইসঙ্গে এখান থেকেই শিক্ষা নিয়ে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এখন দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। একইসঙ্গে দিল্লির সমর্থকদেরও পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ডেভিড ওয়ার্নার সোশ্যাল সাইটে বিখেছেন, “আমি জানি যে ফলাফলটা আমরা চেয়েছিলাম, তা পাইনি। কিন্তু একটা কথা বলতে দ্বিধা নেই যে আমরা প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়েছি। প্রতিটি ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে ডিজিটাল টিম সকলেই নিজেদের সেরাটা দিয়েছে। এখান থেকে শিক্ষা নিয়েই পরবর্তী মরসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে আমাদের”।

গতবার সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ছেড়ে দিয়ছিল। যদিও ডেভিড ওয়ার্নারের এবার দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। এওবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসেই গিয়েছেন ডেভিড ওয়ার্নার। ৬.২৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম দিকের কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। তবে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই ছিলেন দুর্ধর্ষ মেজাজে। এবারের আইপিএলে ১২টি ম্যাচ খেলে ৪৩২ রান রয়েছে ডেভিড ওয়ার্নারের। স্ট্রাইকরেট রয়েছে ১৫০.৫২ এবং গড় ৪৮.০০।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে মরণ-বাঁচন ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গে ফিল্ডিং করাকালীন ঋষভ পন্থের বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত। সবকিছু মিলিয়ে লড়াইটা চালালেও, পারেনি দিল্লি ক্যাপিটালস। আসন্ন মরসুমে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তাই দিলেন তিনি।