ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নির্বাচিত ওয়াহাব রিয়াজ

২০শে নভেম্বর চেন্নাই ব্রেভের বিরুদ্ধে প্রথমবার ডেকান গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিতে নামবেন ওয়াহাব রিয়াজ

Wahab Riaz
Wahab Riaz. (Photo by DAVID ROWLAND/AFP via Getty Images)

পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ আবুধাবিতে টি-টেন লিগের আসন্ন মরসুমের জন্য ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নিযুক্ত হয়েছেন। অন্যদিকে, গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তী স্পিনার মুশতাক আহমেদ।  

ওয়াহাব রিয়াজ নেতৃত্ব দেওয়ার জন্য ডেকান গ্ল্যাডিয়েটর্সের একটি শক্তিশালী স্কোয়াড পাচ্ছেন 

পাকিস্তানের ক্রিকেটার আনোয়ার আলি ও রুম্মান রইসও এই টুর্নামেন্টে গ্ল্যাডিয়েটরদের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন। তাদের দল ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ইংল্যান্ডের টম ব্যান্টনকে দলে সংযুক্ত করেছিল। ফলে আশা করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তারকাদের নিয়ে গড়া দলটি টুর্নামেন্টে ভালো ফল করবে।

এঁরা ছাড়াও টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার হয়ে অনবদ্য পারফর্ম করা ডেভিড উইসাও আছেন। সবার প্রত্যাশাকে ছাপিয়ে নামিবিয়া রাউন্ড ১ থেকে সুপার ১২ পর্বে জায়গা করে নিয়েছিল। উইসা প্রায় প্রতি ম্যাচেই উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটার নাজিবুল্লাহ জাদরানও দলের অংশ। সুতরাং বলাই যায় নেতৃত্ব দেওয়ার জন্য ওয়াহাব রিয়াজ একটি অত্যন্ত শক্তিশালী দলকে পাচ্ছেন। 

আবুধাবি টি-১০ লিগের পরবর্তী সংস্করণ ১৯শে নভেম্বর থেকে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে। প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নেবে, ফাইনাল আয়োজিত হবে ৪ঠা ডিসেম্বর। ২০শে নভেম্বর চেন্নাই ব্রেভের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। 

আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলতে চলা দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসি দিনকয়েক আগে টি-১০ ​​ফরম্যাট সম্বন্ধে নিজস্ব মতামত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি তিনটি ফর্ম্যাট – টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি – খেলার পরেও সবচেয়ে বেশি আকৃষ্ট টি-১০ ফর্ম্যাটের প্রতি।  

“আমি মনে করি আমার মতো খেলোয়াড়রা এই ধরনের টুর্নামেন্টের দিকেই তাকিয়ে থাকবে। টি-১০ লিগের ভবিষ্যৎ উজ্জ্বল। এটি একটি ফর্ম্যাট যা অলিম্পিকে ব্যবহার করা যেতে পারে। দ্রুত গতির টি-১০ ভক্তদের কাছেও আকর্ষণীয় হবে। আমি মনে করি টি-১০ আরও উন্নতি করতে চলেছে,” mirror.co.uk ডু প্লেসিকে উদ্ধৃত করেছিল। 

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেও এই বিষয়ে তাঁর মত শুনিয়েছেন। তিনি বলেছিলেন, “আমাদের বিশ্বব্যাপী এক বিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে এবং তাদের প্রায় ৯০ শতাংশই অলিম্পিকে ক্রিকেট দেখতে চায়। আমরা অলিম্পিককে ক্রিকেটের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের অংশ হিসাবে দেখি। বিশ্বব্যাপী আমাদের এক বিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে এবং তাদের প্রায় ৯০ শতাংশই অলিম্পিকে ক্রিকেট দেখতে চায়।”