দশ ওভারের ক্রিকেটেও কিং আন্দ্রে রাসেল, ফাইনালে ৩২ বলে করলেন ৯০ রান

Andre Russell
Andre Russell. (Photo Source: Twitter/Deccan Gladiators)

আবুধাবি টি টেন লিগের ফাইনালে একাই মাতিয়ে দিলেন আন্দ্রে রাসেল। ডেকান গ্ল্যাডিয়ার্টসের হয়ে খেলতে নেমে মাত্র ১০ ওভারের ম্যাচে রাসেল করলেন অপরাজিত ৯০ রান। ৩২ বলে ৯০ রানের ইনিংসে রাসেল মারেন ৭টি ওভার বাউন্ডারি, ৯টি বাউন্ডারি। মানে রাসেলের ৩২ বলের ইনিংসে ১৬টিতেই হয় এসেছে বাউন্ডারি, বা ওভার বাউন্ডারি। পুরো দশ ওভারই ব্যাট করেন ডেকানের দুই ওপেনার রাসেল ও টম কোহলের-ক্যাডমোর (৫৯ অপরাজিত)। ফাইনালে রাসেলদের প্রতিপক্ষ দল দিল্লি বুলসে ছিল আদিল রশিদ, ডয়েন ব্রাভো, রবি রামপালের মত বোলার। কিন্তু রাসেল ঝড় সবাই উড়ে যান।

নির্ধারিত ১০ ওভারে ডেকান গ্ল্যাডিয়েটার্স করে বিনা উইকেটে ১৫৯ রান। জবাবে ১০ ওভারে দিল্লি বুলস ৭ উইকেটে করে ১০৩ রান। ব্যাট হাতে ৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর বল হাতে একটি উইকেটও নেন রাসেল। দিল্লি বুলসে ছিলেন ইয়ন মর্গ্যানের মত ব্যাটসম্যান। কিন্তু আইপিএলের মত আবুধাবির টি টেনের ফাইনালেও ব্যর্থ হন কেকেআর অধিনায়ক মর্গ্যান।

১২ কোটি টাকা খরচ করে কেন আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স, তাও আরও একবার প্রমাণ হল। আবুধাবি টি টেন লিগে একাই একশো হয়ে উঠলেন রাসেল।