রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ
আপডেট করা - Nov 23, 2023 2:27 pm

চলতি বছরের শেষেই কী বদলাতে চলেছে ভারতীয় দলের কোচের নাম। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে তেমনই একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। শোনাযাচ্ছে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নাকি ভারতীয় দলের কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। সরকারীভাবে না জানানো হলেও, বিসিসিআইয়ের তরফে ইঙ্গিত নাকি এমনটাই। ভবিষ্যতে ভারতীয় দলের কোচের পদে নিজের চুক্তি নাকি আর বাড়িয়ে নিয়ে যেতে চাননা রাহুল দ্রাবিড়। সেই জায়গাতেই নাকি ভারতীয় দলের নতুন কোচ হয়ে আসতে পারেন ভিভিএস লক্ষ্মণ।
রবি শাস্ত্রীর পরই ভারতীয় দলের কোচের পদে বসেছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর হাত ধরে বারতীয় দল এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, ওডিআি বিশ্বকাপের মঞ্চে শেষরক্ষা করতে পারেনি। বিশ্বকাপের ফাইনালের অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। সেই ম্যাচের পর থেকেই ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠতে শোনা গিয়েছিল। বিশ্বকাপের পর সংবদিক সম্মেলনেও রাহুল দ্রাবিড়কে সেই প্রশ্নের সামনে পড়তে হয়েছিল। সেই প্রসঙ্গে যে তিনি কিছু ভাবছেন না তা জানাতে দ্বিধা করেননি রাহুল দ্রাবিড়।
এই মুহূর্তে এনসিএ-র প্রধান কোচের পদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ
শোনাযাচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে নাকি নিজের চুক্তির মেয়াদ আর বাড়াতে চাইছেন না রাহুল দ্রাবিড়। পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা রাহুল দ্রাবিড়ের মুখে আগেও শোনা গিয়েছিল বারবার। এবার শোনাযাচ্ছে ভারতীয় দলের কোচের পদলে বদল আসতে চলেছে। রাহুল দ্রাবিড়ের পরিবর্তে এবার নাকি ভাকতীয় দলের কোচ হতে চলেছেন আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। এই মুহূর্তে অনসিএ-তে প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ।
শোনাযাচ্ছে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়েছে বিসিসিআই কর্তাদের। সেখানে নাকি ভারতীয় দলের কোচের দায়ুিত্ব নেওয়ার জন্য ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তবে শেষপর্।ন্ত কী হয় তা তো সময়ই বলবে। এর আগে ভিভিএস লক্ষ্মণ রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন। এবার সেই দায়িত্বই পুরোপুরিভাবে উঠতে পারে এই তারকা ক্রিকেটারের কাঁধে। একইসঙ্গে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে নাকি দীর্ঘ মেয়াদী চুক্তির পথেও হাঁটতে পারে বিসিসিআই।
এই বছরের শেষেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘ সফরে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে টেস্ট, ওডিআইয়ের পাশাপাশি টি টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে সেই সফরের আগেই ভারতীয় দলের কোচের পজদে আসীন হতে পারেন ভিভিএস লক্ষ্মণ।