বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ওয়াটার বয় বিরাট কোহলি, দেখে নিন সেই ভিডিও

Virat Kohli as Water boy
Virat Kohli as Water boy. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )

বিরাট কোহলি মাঠে থাকুক কিংবা মাঠের বাইরে। সকলের নজর য়ে সবসময় তাঁর দিকেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার যেন বিরাট কোলির অন্য এক রূপ দেখল সকলে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের ওয়াটার বয় বিরাট কোহলি। এমনটা শুনতে অবাক লাগলেও, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সেই ছবিই দেখা গেল এদিন। বিরাট কোহলির এমন ভিডিও সচরাচর দেখা যায় না। কিন্তু টিভির পর্দায় সেই ছবি দেখার পরই সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে তা ভাইরাল। বিরাট কোহলির এমন কান্ড দেখে সকলেই আপ্লুত।

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যেই এসিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ ভারতীয়ে দলের কাছে কার্যত নিয়মরক্ষার ম্যাচ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা রয়েছে। এই ম্যাচেই বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদি্দান্ত নিয়েছেটিম ম্যানেজমেন্ট। একটানা ম্যাচ খেলা এবং ওয়ার্কলোড ্মযানেজমেন্টের কথা মাথায়রেখেই যে এমন সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না। সেই বিরাট কোহলিই এদিন ভারতীয় দলের ওয়াটার বয়।

আর সেই ভূমি্কাতেও বিরাট কোহলিকে বেশ খোশ মেজাজেই পাওয়া গেল।  এদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে ভারতীয় দল। সেখানেই ম্যাচের মাঝে  হঠাত্ই ব্যাটারদের জন্য জল নিয়ে মাঠে  উপস্থিত বিরাট কোহলি। এমন ছবি খুব একটা দেখা যায় না। কিন্তু বিরাট কোহলির পক্ষে সবকিছুই করা সম্ভব। সেখানেও মাঠে জল নিয়ে আসার সময় বেশ খোশ মেজাজেই দেখা গেল বিরাট কোহলি। তাঁর মাঠে আসার দৌড় শুরুর ভঙ্গি দেখেই বোঝা যায় যে তিনি কতটা খোশ মেজাজে রয়েছেন।

দেখে নিন বিরাট কোহলির সেই ভিডিও

https://twitter.com/DisneyPlusHS/status/1702631956847235323
এবারের এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে ভারতীয় দলের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। বিরাট কোহলির পারফরম্যান্সের সামনে সেদিন মাথা নোয়াতে বাধ্য হয়েছিল পাকিস্তানের তাবড় তাবড় তারকা পেসাররা। তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন পাকিস্তানের জয়ের সমস্ত আশা। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন লোকেশ রাহুল।

পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। একইসঙ্গে এই এশিয়া কাপের মঞ্চেই দ্রুততম ও়ডিআই ফর্ম্যাটে ১৩ হাজার মালিক হয়েছিলেন বিরাট কোহলি। একটানা ম্যাচ খেলার ফলে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু সেই ম্যাচেও বিরাট কোহলি রয়েছেন তাঁর মেজাজেই।