পাকিস্তানের বিরুদ্ধেই সচিন, রিকি পন্টিংয়েদের এলিট তালিকায় বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter )

এশিয়া কাপের প্রথম ম্যাচে হয়ত বিরাট কোহলির রানের ঝড় দেখা যায়নি। তবে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশী সময় নেননি বিরাট কোহলি। রান মেশিনের পাশাপাশি তাঁকে রেকর্ড মেশিন বলেও ডাকা হয়ে থাকে। কেন তাঁকে রেকর্ড মেশিন বলা হয়েথাকে সেটাই ফের একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে  এক নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকর,রিকি পন্টিংয়ের সঙ্গে এলিট তালিকায় নাম উঠল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ ৫০+ রান করার রেকর্ডের রিকি পন্টিংকে ছুলেন বিরাট কোহলি।

ওডিআই ক্রিকেটের মঞ্চে ১১২টি ৫০+ রান করলেন বিরাট কোহলি। আরতাতেই আপ্লুত সকলে। পাকিস্তানের বিরুদ্ধে বরবারই বিধ্বংসী ফর্মে তাকেব বিরাট কোহলি। এদিন এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চেও তার অন্যথা হল না।কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ানে ফের একবার উঠল বিরাট ঝড়। আর তাতেই কার্যত উড়ে গেল পাকিস্তানের তারকা পেস লাইনঈআপ। শাহিন আফ্রিদি থেকে শাদাব খান, কোনও তারকা বোলারই এদিন বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সামনে কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিন সম্পূর্ণ খেলা হয়নি। সেই সময় বিরাট কোহলি ৮ লরানে দাঁড়িয়ে ছিলেন। সোমবার রিজার্ভ ডে। সেই জায়গা থেকেই শুরু হয়েছিল এদিনের ম্যাচ। সেখানে বিরাট কোহলি প্রথমের দিকে খানিকটা ধীর গতিতে খেলা শুরু করেছিলেন। কিন্তু সময়এগনোর সঙ্গে সঙ্গে বিরাট কোহলিও ক্রকমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকেন। আর তাতেই বিরাট কোহলির মুকুটে ওঠে নয়া পালক। রিকি পন্টিংয়ের সঙ্গে এবার নতুন আসনে বসলেন বিরাট কোহলি।

ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ৫০+ স্কোর

সচিন তেন্ডুলকর – ১৪৫
কুমার সঙ্গাকারা – ১১৮
রিকি পন্টিং -১১২
বিরাট কোহলি – ১১২*

এদিন তিনি যখন নেমেছিলেন সেই সময় বিরাট কোহলির ঝুলিতে ১১১টি ৫৯+ রান ছিল। রিকি পন্টিংয়ের থেকে একধাপ পিছিয়েই নেমেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করার সঙ্গেই সেই নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। একইসঙ্গে আরও একটা রেকর্ড গড়লেন বিরাট কোহলি। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে এদিন তিন নম্বরে ব্যাটিং করে ১৪ হাজার রান করলেন বিরাট কোহলি। আর তাতেই কার্যত শেষ পাকিস্তানের তারকা বোলিং লাইনআপ।

এদিন  কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে একাধিক রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির পারফরম্যান্সেই মুগ্ধ সকলে।