আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকায় তিন নম্বরে বিরাট কোহলি
আপডেট করা - Nov 22, 2023 7:03 pm

সদ্য কয়েকদিন আগে শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে ফাইনালের মঞ্চে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে হেরেই এবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। বিরাট কোহলির দুর্ধর্ষ লড়াই শেষপর্যন্ত ব্যর্থই হয়েছে। বিশ্বকাপের সেই লড়াই শেষ হওয়ার তিনদিন পর আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকা প্রকাশ করেছেন। সেখানেই তিন নম্বরে উঠে এলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক-কে।
এবারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটের জাদুতে মুগ্ধ হয়েছেন সকলে। সেখানেই যেমন সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে বিশ্বকাপের মঞ্চেই ওডিআই ফর্ম্যাটে ৫০ তম সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি। তেমনই সর্বোচ্চ ৭৬৫ রান করে এবারের বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন এবার প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইসিসির ব্যাটারদের তালিকায় তিনব নম্বর স্থানে উঠে এলেন তিনি।
এবারের ওডিআই বিশ্বকাপে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি
শীর্ষে থাকে শুভমন গিলের থেকে এখন মাত্র ৩৫ পয়েন্টে পিছিয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার। এর আগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইসিসির ওডিআঈই ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন বিরাট কোহলি। ১২৫৮ দিন একটানা সেই জায়গায় ছিলেন বিরাট কোহলি। এরপরই সেই জায়গা দখল করেছিলেন পাকিস্তানের বাবর আজম। কিন্তু এই বিশ্বকাপ চলাকালীনই বাবর আজমকে সেই জায়গা থেকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন শুভমন গিল। সদ্য প্রকাশিত ওডিআই ব্যাটারদের তালিকাতেও সেই জায়গা ধরে রেখেছেন ভারতের এই তরুণ ক্রিকেটার।
বিরাট কোহলির ব্যাট থেকে এবারের বিশ্বকাপে এসেছে একের পর এক সেরা পারফরম্যান্স। তিনটি সেঞ্চুরী ইনিংস যেমন খেলেছিলেন বিরাট কোহলি। তেমনই প্রতি ম্যাচে ভারতীয় দলের জয়ের অন্যতম প্রধান কারিগড়ও ছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তাঁরই হাতে। ৭৬৫ রান করেছেন এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন বিরাট কোহলি। তাঁর সেঞ্চুরীর সৌজন্যেই বড় রানে পৌঁছতে পেরেছিল ভারতীয় দল। সেদিনই আইসিসির নক আউটে প্রথমবার সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। আইসিসির নক আউট পর্বে ১৪টি ম্যাচ খেলে ফেললেও কখনও সেঞ্চুরী করতে পারেননি বিরাট কোহলি। এই বিশ্বকাপের মঞ্চেই ধারা ভেঙেছিলেন তিনি। সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রয়েছে। সেখানে আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি সহ ভারতীয় দলের অন্যান্য সিনিয়র সদস্যরা।