আবারও ড্রাইভ মারতে গিয়ে আউট, ড্রেসিংরুমে হতাশার বহিঃপ্রকাশ কোহলির

সেট হয়ে গিয়ে আবারও উইকেট ছূঁড়ে এলেন বিরাট

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Disney+Hotstar)

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে চলা দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কোহলিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি হতাশ। দেখে মনে হচ্ছিল যেন কোহলি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি একটি ওয়াইড ডেলিভারি তাড়া করতে গিয়ে পরপর দুই ইনিংসে একইভাবে আউট হলেন। ড্রাইভ মারতে গিয়ে আউট হওয়া আটকানোর জন্য কোহলি পূর্বে যথেষ্ট সংযম দেখালেও এই ম্যাচে দুই ইনিংসেই তিনি তাঁর প্রবৃত্তি প্রশমন করতে ব্যর্থ। আউট হওয়ার আগে অবধি কোহলিকে ক্রিজে খুবই আশ্বস্ত দেখাচ্ছিল। 

প্রথম সেশনে দুর্দান্ত সূচনা পাওয়ার পর চতুর্থ দিনে লাঞ্চের পর প্রথম ডেলিভারিতে মার্কো জ্যানসেনের একটি ফুল ও ওয়াইড ডেলিভারির ফাঁদে পড়ে ড্রাইভ মারতে গিয়ে আউট হলেন। ভারতীয় অধিনায়ক চারটি বাউন্ডারিসহ ৩২ বলে ১৮ রানে করেন। তাঁর ব্যাটের কোণায় লাগা বলটি উইকেটকিপার কুইন্টন ডি ককের নিরাপদে দস্তানায় জমা পড়ে। 

কোহলির ড্রাইভ মারতে গিয়ে আউট হওয়া নিয়ে অখুশি গাভাস্কার

দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকার বোলারদের আক্রমণ করে ম্যাচে আধিপত্য বিস্তার করার এবং ভারতের লিড বাড়ানোর সুযোগটি হাতছাড়া করার পর কোহলি যখন ধীরে ধীরে প্যাভিলিয়নের দিকে ফিছিলেন তখন দৃশ্যতই তাঁকে চরম হতাশ দেখাচ্ছিল।

দ্বিতীয় ইনিংসে কোহলির আউট হওয়ার শটটি তাঁর প্রথম ইনিংসের আউট হওয়ার ধরনের কার্বন কপি ছিল। তফাতের মধ্যে তখন বোলার ছিলেন লুঙ্গি ঙ্গিডি এবং ক্যাচটি গিয়েছিল স্লিপ ফিল্ডারের হাতে। দুটি ক্ষেত্রেই ফ্রন্টফুটে এসে কভার ড্রাইভ খেলার প্রবৃত্তিকে তিনি আটকাতে পারেননি। সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রানে বিদায় নেন ভারত অধিনায়ক।

ম্যাচ সম্প্রচারে কথা বলার সময়, সুনীল গাভাস্কার বিরাট কোহলির শট-নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন যে তিনি অবাক হয়ে গিয়েছেন যে লাঞ্চ বিরতির ঠিক পরেই অধিনায়ক নিজেকে থিতু হওয়ার জন্য সময় না দিয়ে একটি ওয়াইড ডেলিভারি তাড়া করলেন। 

“লাঞ্চের পর ওটা একটা লুজ শট ছিল। প্রত্যেক ব্যাটসম্যানই বিরতির পর নিজেকে কিছু সময় দেয়। আপনাকে আপনার ব্যাটিং রিসেট করতে হবে। কোহলি এমন একজন অভিজ্ঞ ব্যাটার, হয়তো মনে মনে তিনি ডিক্ল্যারেশনের কথা ভাবছিলেন। বলটা অনেক দূরে ছিল। লাঞ্চের পর ওটাই ছিল প্রথম বল, সে অনায়াসে ছেড়ে দিতে পারত,” গাভাস্কার বিলাপ করেছেন।   

সেঞ্চুরিয়ান টেস্টে জোড়া ব্যর্থতার ফলে কোহলি আন্তর্জাতিক সেঞ্চুরি ছাড়াই ২০২১ শেষ করলেন। উপর্যুপরি দুই বছর তিনি তিন অঙ্কের রানে পৌঁছতে ব্যর্থ হলেন।