টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হওয়ার হাতছানি বিরাট কোহলির সামনে

Virat Kohli
Virat Kohli. (Photo by Quinn Rooney/Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরুটা অসাধারণভাবে করেছে ভারতীয় দল। পরপর দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। আর সেখানেই ভারতীয় দলের সাফল্যের পিছনে অন্যতম প্রধান কারিগড় যে বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না। রবিবার পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই বিরা কোহলির সামনে রয়েছে নতুন রেকর্ডের হাতছানি। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান করার থেকে আর মাত্র ২৮ রান পিছনে েরয়েছেন বিরাট কোহলি।

টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড রেয়েছেন মহেলা জয়বর্দনের। একমাত্র ১০০০ রান যেমন তাঁর রয়েছে,ে তমনই সর্বোচ্চ রানো রয়েছে প্রাক্তন শ্রীলঙ্কা তারকা ক্রিকেটারেরই। সেই রেকর্ড ভাঙার হাতছানিই এবার বিরাট কোহলির সামনে। মহেলা জয়বর্দনের টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার থেকে আর মাত্র ২৮ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা ম্যাচেই বিরাট কোহলি সেই রেকর্জ গড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।

এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে ৯৮৯ রান রয়েছে বিরাট কোহলির

ভারতের হয়ে প্রথম দুই ম্যাচেই অসাধারণ পারফর্মযান্স দেখিয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর হাত ধরেই তো ম্যাচ জিতে মধুর প্রতিশোধ নিয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ৮২ রানের ইনিংস কেলেছিলেন বিরাট কোহলি। শেষপর্যন্ত মাঠে দাঁডিয়ে থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা বিরাট কোহলি নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অব্যহত রেখেছিলেন। আর তাতেই সেই ম্যাচেও সাফল্য এসেছিল ভারতীয় দলের।

গতম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তাতে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত টিম ইন্ডিয়ার। আর সেই মঞ্চেই বিরাট কোহলির সামনে নতুন এক রেকর্ড গড়ার হাতছানি। ২৮ রান করতে পারলেই মহেলা জয়বর্দনকে ছাপিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন বিরাট কোহলি। গত ম্যাচেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবশ্য ক্রিস গেইলকে টপকে গিয়েছেন তিনি।

এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে ৯৮৯ রান করেছেন বিরাট কোহলি। ক্রিস গেইলকে টপকে টি টোয়েন্টি বিশ্বকাপে ১০০০ রানের মালিক হওয়া থেকে আর মাত্র ১১ রান দূরে রয়েছেন তিনি। সেইসঙ্গেই তাঁর সামনে এবার নুন রেকর্ড গড়ার হাতছানি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ রানে করতে পারলেই টি টোয়েন্টি বিশ্বকাপে মহেলা জয়বর্দনেরকে ছাপিয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি। কয়েকদিন আগেই টি টোয়েন্টিতেও সর্বোচ্চ রানের মালিক হয়েছেন বিরাট কোহলি।

এই মুহূর্তে ১১১টি ম্যাচ খেলে ৩৮৫৬ রানে রয়েছে বিরাট কোহলির।