ভারতের বিরুদ্ধে জয়ের সামনে দাঁড়িয়েও উসমান খোয়াজার চোট চিন্তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার

Usman Khawaja
Usman Khawaja. (Photo Source: BCCI)

বিরাট কোনও অঘটন না ঘটলে ইন্দোরে ভারতের বিরুদ্ধে অস্ট্রকেলিয়ার জয় এখন সময়ের অপেক্ষা। পরপর দুই টেস্টে ভারতের কাছে শোচনীয় হার হলেও, তৃতীয় টেস্ট থেকেই যে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন এখন ৭৬ রান। অস্ট্রেলিয়া শিবিরে য়ে এখন স্বস্তির আবহ থাকবে তা বলাই বাহুল্য। কিন্তু এক মাঝেও চিন্তা পিছু ছাড়চে না তাদের। জয়ের সামনে দাঁড়িয়েও উসমান খোয়াজার পিঠের চোট এবার চিন্তায় ফেলেছে অস্ট্রেলিয়াকে।

শোনাযাচ্ছে তৃতীয় টেস্টে বাকি ইনিংসে খেলতে পারবেন না তিনি। তাঁর পিঠে গুরুতর চোটই হয়েছে। অর্থাত্ তৃতীয় দিন অস্ট্রেলিয়ারক ওপেনিংয়ে উসমান খোয়াজার নামার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। এমন পরিস্তিতিতে উসমান খোয়াজার চোট যে অস্ট্রেলিয়া শিবিরে নতুন করে অস্ব্তি বাড়ানোর জন্য। যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। এই টেস্টের পরও রয়েছে আহমেদাবাদ টেস্ট। সেখানেও উসমান খোয়াজাকে নিয়ে আরম্ভ হয়ে গিয়েছে জল্পনা।

প্রথম ইনিংসে ৬০ রানের ইনিংস খেলেছিলেন উসমান খোয়াজা

প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লিড নেওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান চিল উসমান খোয়াজার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র অর্ধশতরান পেয়েছিলেন তিনি। ১৪৭ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই যে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা প্রস্তুত হয়ে গিয়েছিল তা বলাই বাহুল্য। সেই উসমান খোয়াজাই দ্বিতীয় দিন চোট পেয়েছেন। মধ্যাহ্নভোজ বিরতির পর অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারকে ফিল্ডিং করতেও দেখা যায়নি।

আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। শোনাযাচ্ছে উসমান খোয়াজার নাকি পিঠে বেশ গুরুতর চোট হয়েছে। যে কারণে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় দিনই অবস্য অস্ট্রেলিয়ার বোলিং লাইনাপের সামনে ধসে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৬৩ রানেই শেষ হয়ে গিয়েছে ভারতের দ্বিতীয় ইনিংস। এই মুহূর্তে ভারতের মাটিতে এই সিরিজের প্রথম জয় থেকে অস্ট্রেলিয়া মাত্র ৭৬ রান দূরে দাঁডিয়ে রয়েছে।

কিন্তু এমন পরিস্থিতিতে উইসমান খোয়াজার এই খবর যে অস্ট্রেলিয়া শিবিরে বড়সড় ধাক্কা তা বলাই চলে। যদিও অস্ট্রেলিয়া শিবির থেকে সরকারীভাবে কিছু জানানো হয়নি। শুক্রবার ব্যাটিং করতে নামবে অস্ট্রেলিয়া। সেখানেই শেষপর্যন্ত উসমান খোয়াজা ব্যাটিং করতে নামেন কিনা সেটাই দেখার।