উমরান মালিক আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি নন, মনে করেন আকাশ চোপড়া

Umran-Malik
Umran-Malik. ( Photo Source: BCCI )

এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচই খেলেছেন উমরান মালিক। যদিও সেভাবে সকলের নজর কাড়তে পারেননি তিনি। বরং প্রতিপক্ষ ব্যাটারদের সামনে উমরানের ব্যর্থতার ছবিই ফুটে উঠেছে বারবার। সেই দেখার পরই এবার উমরান মালিককে নিয়ে বিরাট ভবষ্যদ্বানী করলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে উমরান মালিক নাকি এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে খেলার জন্য পুরোপুরি তৈরি হয়নি। তাঁকে আরও কিছুটা সময় দেওয়া  উচিত্ বলেই মনে করছেন আকাশ চোপড়া।

এবারের াইপিএলে উমরান মালিক দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। তাঁর গতির ঝলকে চকমে গিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। সারাইজার্স হায়দরাবাদের হয়ে প্রতি ম্যাচেই দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়্ছেন উমরান মালিক। আর  তা দেখার পর থেকেই উমরানকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। যদিও সেই দাবী একেবারেই নিস্ফলা হয়নি। আইপিএলের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে উমরান মালিককে প্রথমবার ভারতীয় শিবিরে সুযোগ দেওয়া হয়।

যদিও সেই সিরিজে সুযোগ হয়নি তাঁর। কিন্তু এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় উমরপান মালিকের। সেখানে দুটো ম্যাচেই উমরান মালিককে খেলানো হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। সেই সিরিজে মাত্র একটিই উইকেট পেয়েছিলেন উমরান মালিক। ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথ টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। সেখানেও উমরান মালিক একটিই উইকেট তুলতে পেরেছিলেন।

এবারের াইপিএলে ১৪টি ম্যাচে ২২টি উইকেট পেয়েছিলেন উমরান মালিক

এই তরুণ ক্রিকেটারের দেশের জার্সিতে এমন পারফরম্যান্স দেখার পরই আকাশ চোপড়া নিজের মত জানিয়েছেন। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার বলেছেন, “তাঁর জায়গা যে সবসময়ই রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে উমরান মালিক আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি নন। এটা খুবই সহজ একটা ব্যপার যে তাঁর এখনও বেশ খানিকটা সময় প্রয়োজন। উমরানের এখনও পর্যন্ত অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে”।

আইপিএলের মঞ্চে এবার সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ছিলেন উমরান মালিক। ১৪টি ম্যাচ খেলে উমরানের ঝুলিতে ছিল ২২টি উইকেট। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম পেসার হিসাবে এক ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন উমরান মালিক। শুধু তাই নয় তাঁর ইয়র্কার দেওয়ার দক্ষতারও প্রশংসা করেছিলেন সকলে। সেইসঙ্গে ১৫৭ কিমি বেগে উমরানের বোলিং করার দক্ষতা।

কিন্তু ভারতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলা হয়ে গেলেও, এখনও পর্যন্ত দুটো উইকেটই তুলতে পেরেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে একটি উইকেট পেলেও, রানও প্রায় ৫৬ দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সমস্তকিছু দেখার পরই তাঁকে নিয়ে এই মন্তব্য করেছেন আকাশ চোপড়া।