গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় পেল ইউপি ওয়ারিয়র্জ

Grace Harris
Grace Harris. (Image Source: Jio Cinema)

ডাব্লুউপিএলের ১৭তম ম্যাচে গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে এক বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয় পেল ইউপি ওয়ারিয়র্জ। গুজরাট জায়ান্টাসকে ৩ উইকেটে পরাজিত করল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন দল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট জায়ান্টাস। দুই ওপেনার শুরুটা বেশ ভালো করলেও কেউই বড় রান পাননি। সোফিয়া ডাঙ্কলি ১৩ বলে ২৩ রান করে রাজেশ্বরী গায়কওয়াড়ের শিকার হন। আরেক ওপেনার লরা উলভার্ট ১৩ বলে ১৭ রান করে অঞ্জলি সারভানির বলে বোল্ড হন। হারলিন দেওল ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ৭ বলে মাত্র ৪ রান করে আউট হন। এরপর দয়ালান হেমলতা এবং অ্যাশলে গার্ডনার মিলে দলের ব্যাটিংয়ের হাল ধরেন। দুজনেই ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন। হেমলতা ৬টি চার এবং ৩টি ছয়ের সাথে ৩৩ বলে ৫৭ রান করেন এবং গার্ডনার ৬টি চার এবং ৩টি ছয় সহ ৩৯ বলে ৬০ রান করেন।

কিন্তু তাদের আউট হওয়ার পর বাকি ব্যাটসম্যানরা ইনিংসটা ঠিকঠাকভাবে শেষ করতে পারেননি। তবুও স্কোরবোর্ডে বেশ ভালোই রান তোলে গুজরাট জায়ান্টাস। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে স্নেহ রানার দল। রাজেশ্বরী গায়কওয়াড় এবং পার্শ্ববী চোপড়া যথাক্রমে ৪ ওভারে ৩৯ রান এবং ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন। অঞ্জলি সারভানি এবং সোফি একলেস্টোন ১টি করে উইকেট পান।

গ্রেস হ্যারিসের দুর্দান্ত ইনিংসের হাত ধরে জয় পেল ইউপি ওয়ারিয়র্জ

রান তাড়া করতে নেমে মাত্র ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় ইউপি ওয়ারিয়র্জ। টপ অর্ডারের প্ৰথম তিনজন ব্যাটসম্যান পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। অধিনায়ক অ্যালিসা হিলি ৮ বলে ১২ রান করে মনিকা প্যাটেলের শিকার হন। আরেক ওপেনার দেবিকা বৈদ্য ৮ বলে ৭ রান করে তনুজা কানওয়ারের বলে আউট হন। কিরণ নভগিরে ৪ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর তাহলিয়া ম্যাকগ্রা এবং গ্রেস হ্যারিস মিলে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। তাদের দুজনের মধ্যে ৭৮ রানের পার্টনারশিপ হয়। এরপর ম্যাকগ্রা ৩৮ বলে ৫৭ রান করে আউট হন।

এরপর দলকে একা হাতে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়ে যান গ্রেস হ্যারিস। তিনি ৪১ বলে ৭১ রান করে আউট হন। শেষে সোফি একলেস্টোন ১৩ বলে অপরাজিত ১৯ রান করে ইউপি ওয়ারিয়র্জকে এই ম্যাচ জেতানোর পাশাপাশি প্লেঅফসে যাওয়ার যোগ্যতাও অর্জন করতে সাহায্য করেন। কিম গার্থ ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন। মনিকা প্যাটেল, অ্যাশলে গার্ডনার, তনুজা কানওয়ার এবং স্নেহ রানা প্রত্যেকেই ১টি করে উইকেট পান। ১৯.৫ ওভারে ৭ উইকেটে ১৮১ রানে পৌঁছে এই ম্যাচ জিতে নেয় ইউপি ওয়ারিয়র্জ। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার পান গ্রেস হ্যারিস।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-