বাংলা

সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে পরাজিত করে প্লেঅফসে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স

Cameron Green
Cameron Green. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৬৯ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৮ উইকেটে পরাজিত করল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই মরসুমে এটি ছিল তাদের অষ্টম জয়।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এমআইয়ের অধিনায়ক রোহিত শর্মা। সানরাইজার্স হায়দ্রাবাদের দুজন ওপেনার বিভ্রান্ত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল মিলে ১৪০ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন বিভ্রান্ত ৯টি চার এবং ২টি ছয় সহ ৪৭ বলে ৬৯ রান করেন। আইপিএলে এটি ছিল তার প্ৰথম অর্ধশতরান। এই ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালও অসাধারণ ফর্মের সাথে খেলেছেন। তিনি মাত্র ৪৬ বলে ৮৩ রান করেন। তার এই ইনিংসে ছিল ৮টি চার এবং ৪টি ছয়। দুজন ওপেনার আউট হওয়ার পর ম্যাচে কামব্যাক করে মুম্বাই ইন্ডিয়ান্স।

হেনরিখ ক্লাসেন ১৩ বলে ১৮ রান করেন। গ্লেন ফিলিপস এবং হ্যারি ব্রুক ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। ফিলিপস ৪ বলে ১ রান করেন। ব্রুক নিজের প্ৰথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। শেষে অধিনায়ক এডেন মার্করাম ৭ বলে অপরাজিত ১৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষমেশ স্কোরবোর্ডে ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রান তোলে এসআরএইচ। এই ম্যাচে এমআইয়ের সবথেকে সফল বোলার ছিলেন আকাশ মাধওয়াল। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ক্রিস জর্ডান ৪ ওভারে ৪২ রান দিয়ে ১টি উইকেট নেন।

প্লেঅফসে যাওয়ার দৌড়ে টিকে থাকল মুম্বাই ইন্ডিয়ান্স

রান তাড়া করতে নেমে শুরুতেই ইশান কিষানের উইকেট হারায় এমআই। এরপর অধিনায়ক রোহিত শর্মা এবং ক্যামেরন মিলে ১২৮ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। রোহিত শর্মার ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। কিন্তু এই ম্যাচে ৮টি চার এবং ১টি ছয় সহ ৩৭ বলে ৫৬ রান করে তিনি তার সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। ক্যামেরন গ্রিন এই ম্যাচে একটি দুরন্ত শতরান করেন।

তিনি ৪৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ৮টি ছয় মারেন। আইপিএলে এটি ছিল তার প্ৰথম শতরান। এছাড়াও এটি হল এই মরসুমের দ্রুততম শতরান। সূর্যকুমার যাদব ৪টি চার সহ ১৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ২ ওভার বাকি থাকতেই ২ উইকেটে ২০১ রানে পৌঁছে এই ম্যাচটি জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ভুবনেশ্বর কুমার এবং মায়াঙ্ক ডাগর যথাক্রমে ৪ ওভারে ২৬ রান এবং ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১টি করে উইকেট নেন। এই ম্যাচটি জিতে নিয়ে এমআই নিজেদের প্লেঅফসে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান ক্যামেরন গ্রিন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –