ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ জয়ের ধারা বজায় রাখল ভারত, ১০০ রানে হারল ইংল্যান্ড

IND vs ENG
IND vs ENG. (Photo Source: Twitter/BCCI)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে ইংল্যান্ডকে ১০০ রানে হারাল ভারত। এই টুর্নামেন্টে এটি ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ষষ্ঠতম জয়।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে ফেলে ভারত। ১৩ বলে শুভমন গিলের ব্যাট থেকে মাত্র ৯ রান আসে। রোহিত শর্মা ১০১ বলে ৮৭ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছয়। বিরাট কোহলি এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। শ্রেয়াস আইয়ারও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ১৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর রোহিত এবং কেএল রাহুল মিলে পরিস্থিতি সামাল দেন। তাদের মধ্যে ৯১ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ওঠে। রাহুল ৫৮ বলে ৩৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। রবীন্দ্র জাদেজা ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১৩ বলে মাত্র ৮ রান করে নিজের উইকেট হারান। জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব যথাক্রমে ২৫ বলে ১৬ রান এবং ১৩ বলে অপরাজিত ৯ রান করেন। শেষমেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান করে ভারত। ডেভিড উইলি ৩টি উইকেট নিতে সক্ষম হন। ক্রিস ওকস এবং আদিল রশিদ ২টি করে উইকেট নেন। মার্ক উড ১টি উইকেট পান।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করল ভারত

রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় ইংল্যান্ড। দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান যথাক্রমে ২৩ বলে ১৪ রান এবং ১৭ বলে ১৬ রান করেন। জো রুট নিজের প্ৰথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। বেন স্টোকসও এই ম্যাচে কোনো রান করতে পারেননি। অধিনায়ক জস বাটলারও স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ২৩ বলে মাত্র ১০ রান করেন।

মইন আলি এবং লিয়াম লিভিংস্টোন যথাক্রমে ৩১ বলে ১৫ রান এবং ৪৬ বলে ২৭ রান করেন। ক্রিস ওকস ২০ বলে ১০ রান করতে সক্ষম হন। ডেভিড উইলি ১৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ৩৪.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। মহম্মদ শামি ৭ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। জসপ্রীত বুমরাহ ৩টি উইকেট নেন। কুলদীপ যাদব ২টি উইকেট নিতে সক্ষম হন। রবীন্দ্র জাদেজা ১টি উইকেট পান।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –