তিতাস সাধু, অর্চনা দেবীদের হাত ধরে প্রথম অনুর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

U-19 India Womens Team
U-19 India Womens Team. (Image Source: Twitter/ICC )

অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাের শুরুতেই চমক ভারতের। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথম অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন শেফালি বর্মার ভারতীয় দল। আর ততেই আপ্লুত গোটা বিশ্ব। এদিন অনুর্ধ্ব-১৯ মহিলা ইংল্যান্ড দলকে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগই দিল না ভারতীয় মহিলা ক্রিকেট দল। বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে ব্রিটিশ বাহিনীকে মাত্র ৬৮ রানে শেষ করে দিয়ে জয়টা কার্যত তখনই পাকা করে ফেলেছিল। ফিনিশিং টাচটা এদিন দিলেন ব্যাটাররা। আর তাতেই নতুন ইতিহাস লিখেন শেফালি বর্মারা।

টস জিতে এদিন অনুর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা দলের অধিনায়ক শেফালী বর্মা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাতেই যেন বাজিমাত কররলেন তিনি। এবারই প্রথমবার অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ শুরু হয়েছিল। সেখান শেফালী বর্মার নেতৃত্বেই ভারতীয় দল ঘোষণা করেছিল বিসিসিআই। প্রতিযোগিতার শুরু থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দল এবার দুরন্ত ফর্মে ছিল। ফাইনালেও সেই ধারা অব্যহত রেখে চ্যাম্পিয়ন হওয়ার মুকুট তুলল তারা। নতুন বছরের শুরুটা ভারতের বেশ ভালভাবেই হল।

৬ রানে ২ উইকেট নিয়ে ফাইনালের মঞ্চে সেরা ক্রিকেটার তিতাস সাধু

বল হাতে শুরু থেকেই ইংল্যান্ডের ওপর চাপ বজায় রেখেছিলেন তিতাস সাধু, অর্চনা দেবীরা। আর তাতেই ব্রিটিশ মহিলা বাহিনী ভারতীয় দলের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ইংল্যান্ডের হয়ে রিয়ানা ম্যাকডোনাল্ড গে -ই এদিন সর্বোচ্চ রান করতে পেরেছিলেন। তাঁর রান ১৯। ভারতীয় মহিলা দলের বোলিংয়ের সামনে এদিন রীতিমত বিধ্বস্ত হয়েছিল ইংল্যান্ডের অনুর্ধ্ব-১৯ মহিলা দল। অর্চনা দেবী এবং তিতাস সাধুর ধাক্কাতেই  ইংল্যান্ডের টপ অর্ডার ধসে গিয়েছিল। আর সেই সুযোগটাই হাতছাড়া করেনি ভারতীয় দল।

তিতাস সাধু, অর্চনা দেবী এবং পর্শাভী চোপড়ারা প্রক্যেকেই এদিন দুটো করে উইকেট তুলে নিয়েছিলেন। আর তাতেই ভারতীয় দলের জয়ের রাস্তাটা কার্যত পাকা হয়ে গিয়েছিল। ১৭.১ ওভারেই শেষ হয়ে গিয়েছিল অনুর্ধ্ব-১৯ ইংল্যান্ড দল। ৬৮ রানেই শেষ হয়ে গিয়েছিলেন তারা। সেই সময় থেকেই ভারতীয় দলের জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। বোলারদের পাশাপাশি ব্যাটাররাও এদিন দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন। ৬ ওভার বাকি রাখতেই ম্যাচ জিতে নিয়েছিল  অনুর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল।

ব্যাট হাতে যদিও শেফালী বর্মা এদিন শেষপর্যন্ত থাকতে পারেননি। ১১ বলে ১৫ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল শেফালী বর্মাকে। তবে অনুর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা দলকে জয়ের জ্নয খুব একটা অপেক্ষা করতে হয়নি। সৌম্যা তিওয়ারি ও গলগাডি তিসার হাত ধরে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। দুই ক্রিকেটারই এদিন রান করেন ২৪।