৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই শেষ করে দিলেন কুলদীপ, সোশ্যাল মিডিয়ায় হৈচৈ

Kuldeep Yadav
Kuldeep Yadav. ( Image Source: Twitter )

টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি সুযোগ পাননি। কিন্তু কুলদীপ যাদবকে দলে নিলে তিনি যে একেবারেই হতাশ করতেন না তা দিল্লিতে নিজের ঘরের মাঠেই বুঝিয়ে দিলেন এই তরুণ বোলার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  দুর্ধর্ষ বোলিং করে ভারতের জয়ের রাস্তাটা কার্যত পাকা করে দিলেন তিনিই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে হলে েই ম্যাচ জিততেই হত ভারতীয় দলকে। আর সেই রাস্তাটাই প্রশস্ত করে দিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে একাই তুলে নিলেন চাপ উইকেট। আর তাতেই সকলে আপ্লুত।

হ্যাটট্রিকের একা সুযোগ থাকলেও শেষপর্যন্ত তা কাজে লাগাতেপারেননি কুলদীপ যাদব। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ভারতের বিরুদ্ধে সবচেয়েকম রানে বেঁধে ফেলার কারিগড় কিন্তু এদিন তিনিই ছিলেন। প্রোটিয়া ব্যাটিং লাইনআপ তো তিনি একাই শেষকরে দিয়েছেন এদিন। কোটলার পিচে এগিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছিল শুধুই স্পিনের জাদু। শুরুটা করে গিয়েছিলেন  সদ্যঅভিষেক হওয়া শাহবাজ আহমেদ। আর শেষটা করেন কুলদীপ যাদব। তিনি যে এখনও ফুরিয়ে যাননি সেটাই হয়ত বুঝিয়ে দিলেন কুলদীপ যাদব।

৪.১ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়েছেন কুলদীব যাদব

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধওয়ান। দল অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছিল বারতীয় দল। গত ম্যাচেকুলদীপ সেভাবে সফল হতে পারেননি। সিরিজ নির্ণা.ক ম্যাচেই দ্বলে উঠলেন তিনি। আর তাতেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা শিবির। মাত্র ১৮ রান দিয়ে একাই চুলে নিয়েছেন এদিন চার উইকেট। অল্পের জন্য কুলদীপ যাদবের হ্যাটট্রিকের সুযোগ এদিন হাতছাড়া হয়েছে। ৪.১ ওবারই বল করতে হয়েছে তাঁকে। তাতেই শেষহয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

গত বছর অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন কুলদীপ যাদব। তাঁর পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তাও চলছিল ক্রিকেট মহলে। এমনকী ভারতীয় শিবিরেও এখনও পর্যন্ত নিয়মিচ সদস্য নন তিনি। কিন্তু নিজের ওপর ভরসা হারাননি তুলদীপ যাদব। সেই কথা বারবারই  বলে এসেছেন। অস্ত্রোপচারের পর দেশের জার্সিতে ফেরার পর যে তাঁর রিদিম এখনও ঠিকই রয়েছে সেই কথাই বরং কয়েকদিন আগে শোন গিয়েছিল কুলদীপ যাদবের মুখে। সেই কুলদীপই এদিন ভারতেরজয়ের রাস্তায়হাঁটার অন্যতম কারিগড়।

আন্দ্রে ফেলেনকায়োকে দিয়ে এদি কুলদীপ যাদবের উইকেট শিকার সুরু হয়েছিল। সেই থেকেই আর তাঁকে আটকাতে পারেননি কেউ। মাত্র ৪.১ ওভার বোলিং করেই থামিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। ৯৯ রানেই শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়া বাহিনী।  মার্কো য়্যানসেন, ইমাদ ফোরটেনদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন কুলদীপ যাদবই।