কুলদীপ-শাহবাজের দুর্ধর্ষ স্পিনে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে সিরিজ ভারতের

India Win
India Win. ( images source/Twitter/BCCI )

কুলদীপ যাদব ও শাহবাজ আহমেদের স্পিনের দাপটে ভারতের জয়ের রাস্তাটা আগেই তৈরি হয়ে গিয়েছিল। সেই রাস্তাতে হেঁটেই ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ এনে দিল ব্যাটাররা। ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠেএকদিনমের সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। আর তাতেই আপ্লুত সকলে। প্রোটিয়া ব্যাটারদের সামনে এদিন অপ্রতিরোধ্য ছিলেন ভারতের দুই তরুণ স্পিনার শাহবাজ আহমেদ এবং কুলদীপ যাদব। তাদের মিলিত ৬ উইকেচেই দক্ষিণ আফ্রিকার সমস্ত আশা শেষ।

গত ম্যাচেই অভিষেক হয়েছিল শাহবাজ আগমেদের। এই ম্যাচের শুরুতেই জোড়া তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে  বড় ধাক্কাটা দেন তিনি। এরপরই মাঠে ছিল কুলদীপ যাদবের জাদু। তিনি একাই তুলে নিয়েছিলেন এদিন চারটি উইকেট। আর তাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের রাস্তাটা ভারতীয় দলের পাকা হয়ে গিয়েছিল। একশো রানও এদিন টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে এদিনই একদিনের ক্রিকেটে সর্বনিম্ন স্কোর করেছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১-এ সিরিজ জিতল ভারতীয় দল

টস জিতে এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক শিখর ধওয়ান। শুরু থেকেই লক্ষ্য ছিল প্রোটিয়াদের তাড়াতাড়ি শেষ করে দেওয়া। আরম্ভটা করেছিলেন ওয়াশিংটন সুন্দর। শুরুতেই কুউন্টন ডিকককে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। এরপর থেকেই আরম্ভ হয়েছিল মহম্মদ সিরাজের দাপট। মালান তাঁর শিকার।

এরপর থেকেই মাঠে ছিল স্পিনের জাদু। যেটা শুরু হয়েছিল শাহবাজ আহমেদের হাত দিয়ে। মার্করাম ও হেনরিখ ক্লাসেনের মতো ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এরপর মাঠে ছিল শুধুই কুলদীপ যাদবের স্পিনের জাদু। যেখানে কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি। মাত্র ১৮ দিলে একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। আর তাতেই ৯৯ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় দলের সামনে তখন সহজ জয়ের লক্ষ্য। যদিও এদিনও কিন্তু বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক তথা ওপেনার শিখর ধওয়ান। ৮ রানেই ফিরে যান তিনি। ব্যর্থ হয়েছিলেন ঈশান কিষাণও। যদিও ভারতের জয় পেকে থুব একটা অসুবিধা হয়নি। কারণ এদিন দুরন্ত ফর্মেছিলেন শুভমন গিল। তবে আফসোস একটাই রয়েছে। মাত্র ১ রানের জন্য অর্ধশতরানটা হাতছাড়া হয়েছে তাঁর।

শেষটুকু সামাল দিয়ে দেন সঞ্জু স্যামসন ও শ্রেয়স আইয়ার। ১৯.১ বলেই দক্ষিণ আফ্রিকাকে হারানের সঙ্গে সিরিজও পকেটে পুরে নেয়টিম ইন্ডিয়া।