মারুফা-রাবেয়ার দাপটে বাংলাদেশের কাছে প্রথমবার ওডিআই ম্যাচে হার ভারতীয় মহিলা দলের

Bangaldesh Women vs India Women
Bangaldesh Women vs India Women. (Photo Source: Twitter)

টি টোয়েন্টি সিরিজ জিততে পারলেও, একদিনের সিরিজের শুরুতেই বিরাট ধাক্কা হরমনপ্রীত কৌরের ভারতীয় দলের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাক ওয়া্র্থ লুইস নিয়মে বাংলাদেশের কাছে ৪০ রানে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেইসঙ্গে মহিলা ক্রিকেটের মঞ্চে ইতিহাস তৈরি করল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। ওডিআই ফর্ম্যাটে প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে জয় তুলে নিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মারেফা আখতার ও রাবেয়া খাতুনের দুর্ধর্ষ বোলিংয়ের দাপটেই ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। যদিও সিরিজ জিতে নিয়েছিলেন হরমনপ্রীত কৌররাই। এবার তাদের সামনে চিল ওডিআই সিরিজ। কিন্তু সেখানে বাংলাদেশের মহিলা ক্রিকেট বাহিনীর বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না ভারতীয় মহিলা দলের তাবড় তাবড় তারকা ব্যাটাররা। দীপ্তি শর্মাকে বাদ দিয়ে ভারতীয় মহিলা দলের কোনও ব্যাটার এদিন ২০ রানের গন্ডীও টপকাতে পারেননি। ভারতের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন দীপ্তি শর্মা।

২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মারুফা আখতার

বাংলাদেশের ১৫৪ রান তাড়া করতে নেমে ১১৩ রানেই শেষ হয়ে গিয়েছিল তারকাখচিত ভারতীয় মহিলা ক্রিকেট দল। রাবেয়া খাতুন ও মারেফা আখতারের বোলিংয়ের সামনে এদিন ভারতীয় মহিলা দলের ব্যাটাররা অসহায় আকত্মসমর্পন করতে বাধ্য হয়েছে। আর সেইসঙ্গেই প্রথম ম্যাচে ৪০ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে হরমনপ্রীত কৌরদের। টি টোয়েন্টির পর একদিনের ম্যাচেও ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি স্মৃতি মন্ধনা কিন্তু ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছেন।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মহিলা দলের অধিনিয়াক হরমনপ্রীত কৌর। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে ৪৪ ওভারেই হওয়ার কথা নির্ধরিত হয়। সেখানে ভারতীয় বোলাররা নিজেদের কাজ একেবারে সঠিকভাবেই করেছিল।  অমনজোত্ কৌর একাই তুলে নিয়েছিলেমন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছিলেন দেবীকা বৈদ্য।  মাত্র ১৫২ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। ডাক ওয়ার্থ লিইস নি.ম অনুযায়ী ভারতকে ৪৪ ওবারে করতে হত ১৫৪ রান।

লক্ষ্যটা সহজ থাকলেও রাবেয়া খাতুন ও মারুফা আখতারের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় মহিলা দলের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার, এই দুই বোলারের সামনে দাঁড়াতেই পারেননি।  ১১৩ রানেই শেষ হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেইসঙ্গেই বাংলাদেশের কাছে প্রথমবারের জন্য ওডিআই ম্যাচ হারল ভারতীয় মহিলা ক্রিকেট দল।