অর্শদীপ ও আভেশ খানের হাত ধরে দক্ষিণ আফ্রিকাকে খরকুটোর মতো উড়িয়ে যাত্রা শুরু ভারতের
আপডেট করা - Dec 17, 2023 6:35 pm

টি টোয়েন্টি সিরিজে শুরুটা জয় দিয়ে করতে পারেনি ভারতীয় দল। কিন্তু ওডিআই সিরিজে কোনওরকম ভুল হয়নি তাদের। অর্শদীপ সিং এবং আভেশ খানের বিধ্বংসী পারফরম্যান্সের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়েই যাত্রাটা শুরু করল ভারতীয় দল। প্রথম ওডিআই ম্যাচেই ৮ উইকেটে জয় তুলে নিল লোকেশ রাহুলের ভারতীয় দল। আর সেই জয়ের নেপথ্য কারিগড় যে অর্শদীপ সিং এবং আভেশ খান তা বলার অপেক্ষা রাখে না। দুই পেসার মিলেই এদিন প্রোটিয়া শিবিরের ৯ উইকেট তুলে নিয়েছেন। ভারতের জয়টা এদিন ছিল শুধুই সময়ের অপেক্ষা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী বোলিং পারফরম্যান্স দিয়ে আক্রমণটা শুরু করেছিলেন অর্শদীপ সিং। সেই পথ ধরেই তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন আভেশ খান। এই দুই ভারতীয় পেসারের সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটিং লাইনআপ। বাকি দায়িত্বটা ছিল ভারতীয় দলের ব্যাটারদের। সেই কাজটাই নিখুঁতভা্বে করেছেন সাই সুদর্শন। এই ম্যাচেই অভিষেক হয়েছিল তাঁর। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। মাত্র ১৬.৪ ওভারেই ম্যাচ শেষ করে দিয়েছে ভারতীয় দল।
৩৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা অর্শদীপ সিং
টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। লক্ষ্যটা ছিল ভারতীয় দলের বিরুদ্ধে ঘরের মাঠে বড় রানের ইনিংস খেলা। কিন্তু তাদের সেই পরিকল্পনাতেই জল ঢেলে দিলেন এই তরুণ পেসার অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের ব্যাটারদের মাঠে দাঁড়াতেই দিলেন না বেশীক্ষণ। তাবড় তাব়ড় ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন অর্শদীপ সিং। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন আরেক পেসার আভেশ খান।
Shreyas Iyer the six hitting machine reached to his fifty with a glorious six to Andilo Phelukwayo!!
India's greatest M.O batter Shreyas Iyer❤️🔥#INDvsSApic.twitter.com/0E8QfPfd9j
— Rajiv (@Rajiv1841) December 17, 2023
KL Rahul as Indian captain in the last 10 Matches :-
W,W,W,W,W,W,W,W,W,W
The future is a Safe hands 🙌🏻#INDvsSA #KLRahul pic.twitter.com/RSslRhEbRS
— 𝙎𝙤𝙣𝙪 ✨ (@KLfied_) December 17, 2023
The future of India 💥🙌🏻 for sure 👍🏻
well played #SaiSudharsan 👏🏻#INDvsSA pic.twitter.com/3G6DDFhNbQ
— Aᴊᴀʏ_ Kᴏʜʟɪ – 𝟭𝟴 ⁵ (@Ajaykumar180218) December 17, 2023
https://twitter.com/RAHUL__KL/status/1736331204776067251
CAPTAIN KL RAHUL CREATED HISTORY…!!!!
– He becomes the first Indian captain to win the Pink ODI match in South Africa. 🇮🇳 #KLRahul #INDvsSA pic.twitter.com/JVKc4NLo8G
— Bala Goud (@CaptainKLRahul) December 17, 2023
Huge victory this by team India. The bowling was exceptional. Sai Sudarshan made the most of his debut. Looked so comfortable at this level. #SAvIND
— Irfan Pathan (@IrfanPathan) December 17, 2023
India makes a comeback in ODIs after 2023 World Cup Final loss.
A victory with 200 balls remaining…!!! pic.twitter.com/9g1WAtfcWT
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 17, 2023
CAPTAIN KL RAHUL CREATED HISTORY…!!!!
– He becomes the first Indian captain to win the Pink ODI match in South Africa. 🇮🇳 pic.twitter.com/hGpMQmUDYD
— Johns. (@CricCrazyJohns) December 17, 2023
𝐀 ⭐⭐⭐⭐⭐ 𝐩𝐞𝐫𝐟𝐨𝐫𝐦𝐚𝐧𝐜𝐞 𝐭𝐨 𝐤𝐢𝐜𝐤-𝐨𝐟𝐟 𝐭𝐡𝐞 𝐎𝐃𝐈 𝐬𝐞𝐫𝐢𝐞𝐬. ✋#SAvIND #ArshdeepSingh #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/VMyVLfVhxf
— Punjab Kings (@PunjabKingsIPL) December 17, 2023
টপ অরেডার থেকে লোয়ার মি়ডল অর্ডার, এই দুই বোলারের সামনেই শেষ হয়ে গয়েছিল। একাই এদিন ৩৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন অর্শদীপ সিং। সেখানেই তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন আভেশ খানও। ৮ ওভারে মাত্র ২৭ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে।
দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে শেষ করে দিয়েছিল ভারতীয় দল। বারতের সামনে তখন সহজ লক্ষ্য জয়ের জন্য প্রয়োজন মাত্র ১১৭ রান। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। অভিষেক ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন সাই সুদর্শন। ৫৫ রানে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে শ্রেয়স আইয়ারের ব্যাটেও এসেছে অর্ধশতরানের ইনিংস। তাঁর ইনিংস থেমেছে ৫২ রানে।