উমরান মালিকের হাত ধেকে ১৬০ কিমি-তে বোলিং দেখার ব্যপারে আশাবাদী ব্রেট লি

Umran Malik
Umran Malik (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে তাঁর গতির ঝলকে মুগ্ধ হয়েছে সকলে। আইপিএলের প্লেঅফের সুযোগ তাদের নেই ঠিকই, কিন্তু উমরান মালিক যে এবারের আইপিএলের নতুন সেনসেশন তা বলার অপেক্ষা রাখে না। জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলারের গতিই মুগ্ধ করেছে আরেক স্পীডস্টার ব্রেট লি-কে। উমরান মালিকের প্রশংসায় পঞ্চমুখ ব্রেট লি। তাঁর গতির সঙ্গে বোলিং দক্ষতা দেখে এক বড় ভবিষ্যদ্বানী করে ফেলেছেন ব্রেট লি। তাঁর মতে শীঘ্রই উমরান মালিকের হাত থেকে ১৬০ কিমি বেগে বোলিং দেখতে চলেছে সকলে।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যেকটা ম্যাচ খেলেছে, প্রতি ম্যাচেই সবচেয়ে জোরে বোলিংয়ের পুরষ্কার ছিনিয়ে নিয়েছেন উমরান মালিক। এবারের আইপিএলে এখনও পর্য়ন্ত সবচেয়ে জোরে বলিং করার রেকর্ডও রয়েছে তাঁরই। ১৫৭ কিমি বেগে বোলিং করেছেন এই তরুণ ক্রিকেটার। যাকে নিয়ে ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে শুর হয়ে গিয়েছে আলোচনা। এবার সেই তালিকায় যোগ হল আরের তারকার নাম।

অস্ট্রেলিয়া থেকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বাইশগজে একসময় আগুন ঝরিয়েছেন ব্রেট লি। সেই আইপিএলেই এবার উত্থান হয়েছে উমরান মালিকের। যাঁর গতির সামনে হার মেনেছেন তাবড় তাবড় তারকা ব্যাটার। উমরানের বোলিং স্টাইল এবং দক্ষতা সমস্ত কিছু দেখেই মুগ্ধ হয়েছেন তিনি। ব্রেট লির-র মতে খুব শীঘ্রই উমরান মালিকের হাত থেকে ১৬০ কিমি বেগে বোলিং দেখতে পাবে গোটা বিশ্ব। তাঁর বন্দুকের সঙ্গেও তুলনা করেছেন এই অজি তারকা ক্রিকেটার।

এবারের আইপিএলে দ্রুততম বোলিংয়ের রেকর্ড রয়েছে উমরান মালিকের

ব্রেট লি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “এটা সত্যিই দ্রুততম। ১৫০ কিমি বেগের ওপর বোলিং করতে কেমন  লাগে তা আমি ভালভাবেই জানি। কতটা কষ্ট পেতে হয় সেই ব্যপারেও অবগত রয়েছি আমি। এই তরুণ ক্রিকেটার কোনও বন্দুকের চেয়ে কম কিছু নয়। আমার মনে তাঁর গতি একদিন ১৬০ কিমি বেগের মাত্রাকেও ছোঁবে”।

এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই নিজের গতি দিয়ে সকলকে চমকে দিয়েছেন উমরান মালিক। সেইসঙ্গে তাঁর বোলিং দক্ষতারও প্রমাণ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে ২১টি উইকেটও নিয়ে ফেলেছেন উমরান। এবারের আইপিএলে পেসারদের মধ্যে তাঁর ঝুলিতেই রয়েছে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। এছাড়া তাঁর ১৫৭ কিমি বেগে বোলিং করার রেকর্ডও রয়েছে এবারের আইপিএলের মঞ্চে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবারের আইপিএলে উমরান মালিকই প্রথম পেসার হিসাবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন।

দ্রুততম বোলারের তকমা তাঁর গায়ে উঠলেও, এখনই থেমে যেতে নারাজ এই তরুণ ক্রিকেটার। দেশের জার্সিতে জায়গা পেতে যেমন মরিয়া হয়ে রয়েছেন তিনি। তেমনই ১৬০ কিমি বেগে বোলিংয়ের কথা শোনা গিয়েছিল তাঁরও মুখে। ব্রেট লি কিন্তু আশাবাদী উমরান মালিকের হাত থেকে ১৬০ কিমি বেগে বোলিং দেখার জন্য।