“তারা কেবল এটি ধরে রেখেছে, যদি আমরা এই সপ্তাহে জিততে পারি তবে এটি একটি ড্র হবে” – হ্যারি ব্রুক
আপডেট করা - Jul 26, 2023 10:01 pm
অ্যাশেজ সিরিজ ২০২৩-এ এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে আছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। তাদের আর এই সিরিজ হারার সম্ভাবনা নেই। যদি শেষ টেস্ট ম্যাচটি ড্র হয় তাহলে সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া। সুতরাং, শেষ ম্যাচটিতে ইংল্যান্ডকে জেতা থেকে আটকানোই হল অস্ট্রেলিয়ার লক্ষ্য। ২৭শে জুলাই, বৃহস্পতিবার থেকে ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচটি খেলা হবে।
বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড অবশ্যই শেষ টেস্ট ম্যাচটি জিতে নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম দুটি ম্যাচে পঞ্চম দিনে গিয়ে হেরেছিল ইংল্যান্ড। এরপর তৃতীয় টেস্ট ম্যাচটিতে দারুণভাবে কামব্যাক করেছিল তারা। সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে পরাজিত করেছিল ইংল্যান্ড। চতুর্থ টেস্ট ম্যাচটিতেও ইংল্যান্ড চালকের আসনে ছিল। স্কোরবোর্ড দেখে মনে হচ্ছিল যে তারা খুব সহজেই এই ম্যাচটি জিতে যাবে। দুর্ভাগ্যবশত, ইংল্যান্ডকে ম্যাচটি ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল কারণ ম্যাচের চতুর্থ এবং পঞ্চম দিনের খেলাতে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। ম্যাচের শেষ দিনের খেলা বৃষ্টির কারণে পুরোপুরিভাবে ভেস্তে গিয়েছিল।
ইংল্যান্ডের প্রতিভাবান ব্যাটার হ্যারি ব্রুক অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচটির ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি চতুর্থ টেস্টের ফলাফল নিয়েও মুখ খুলেছেন।
হ্যারি ব্রুকের বক্তব্যকে আইসিসি ক্রিকেট উদ্ধৃত করেছে, “গত সপ্তাহে আমরা খেলায় আধিপত্য বিস্তার করছিলাম, তাই না? তাই যদি খেলাটি শেষ হয়ে যেত, আমি মনে করতে চাই যে আমরা এটি জিততাম।”
তিনি আরও বলেন, “আমরা এখনও হারিনি, তারা কেবল এটি ধরে রেখেছে। তাই যদি আমরা এই সপ্তাহে জিততে পারি, এটি একটি ড্র হবে, তাই না? এটি সুন্দর হবে (অস্ট্রেলিয়াকে সিরিজ জেতা থেকে আটকানো)। এটা সুন্দর শেষ হবে না (সিরিজ জিততে না পারা), তাই না, কিন্তু তাদের সিরিজ জেতার সুযোগ না দেওয়াটা সুন্দর হবে।”
চলতি অ্যাশেজ সিরিজে এখনও পর্যন্ত ২৭১ রান করেছেন হ্যারি ব্রুক
অ্যাশেজ সিরিজ ২০২৩-এ এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্সের প্রদর্শনই করেছেন হ্যারি ব্রুক। চলতি সিরিজে ৭টি ইনিংস খেলে ২৭১ রান করেছেন তিনি এবং তার সর্বোচ্চ রান হল ৭৫।
হ্যারি ব্রুক এই সিরিজে এখনও পর্যন্ত তিনটি অর্ধশতরান করেছেন। শেষ টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ডের এই প্রতিভাবান ব্যাটার কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।