অতিরিক্ত বাটলার নির্ভরতাই কী রাজস্থানের হারের প্রধান কারণ? সঞ্জুদের হার নিয়ে বিশ্লেষণ সচিনের

Sachin Tendulkar
Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

গোটা আইপিএলে দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করেছে এবার রাজস্থান রয়্যালস। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসানটা এবারই করতে চেয়েছিলেন সঞ্জু স্যামসনরা। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে ফাইনালের ম্যাচে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। এবারের সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো দলের এমন হারের পরই, ব্যর্থতার কারণ খুঁজে বসেছিলেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে ফাইনালের মঞ্চে জস বাটলারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই রাজস্থানের ব্যর্থতার প্রধান কারণ।

আইপিএলের মঞ্চে এবার রাজস্থানে রয়্যালের প্রধান অস্ত্র যে জস বাটলার ছিলেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রতি ম্যাচেই তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে রানের ঝলক। আউপিএলে সর্বোচ্চ রানও রয়েছে তাঁরই। কিন্তু বাটলারকে বাদ দিলে রাজস্থান রয়্যালসের বাকি ব্যাটাররা কিন্তু সেভাবে সফল হতে পারেননি। আর এই জায়গাতেই যে আসল গলদটা তা বুঝতে কোনও সমস্যা হয়নি মাস্টার ব্লাস্টারের। নিজের ইঅউটিউব চ্যানেলে সেই কথাই জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

ফাইনালের মঞ্চে গুজরাতের কাছে ৭ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালস

আইপিএলের প্লেঅফেও দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন জস বাটলার। আহমেদাবাদের স্টেডিয়ামেই এলিমিনেটর পর্বের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল রাজস্থান রয়্যালস। সেখানেই বেঙ্গালুরুর বিরুদ্ধে ফের একবার জ্বলে উঠতে দেখা গিয়েছিল বাটলারকে। তাঁর বিধ্বংসী সেঞ্চুরীর সৌজন্যে সহজেই আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছিল রাজস্থান। ফাইনালের মঞ্চেও বাটলারের থেকে তেমন একটা ইনিংসের অধিক প্রত্যাশাই রাজস্থানের হারের অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করছেন সচিন। একইসঙ্গে তাদের টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও খানিকটা সংশয় রয়েছে মাস্টার ব্লাস্টারের।

নিজের ইউটিউব চ্যানেলে সচিন তেন্ডুলকর এই প্রসঙ্গে জানিয়েছেন, “গতম্যাচে জস বাটলার যেভাবে ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন, তারা ভেবে নিয়েছিলেন এই ম্যাচেও হয়ত তেমনটাই হবে এবং রাজস্থান হড় রানই করবে। কিন্তু দূর্ভাগ্যবশত সেই ম্যাচে বাটলারকে সঞ্জু স্যামসন ছাড়া আর কেউই তেমন সঙ্গ দিতে পারেননি। বাকি ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। বাকি ব্যাটারদের থেকে অন্তত ৫০ শতাংশ তো আশা করাই যায়, কিন্তু তা হয়নি। বাটলার ভিন্ন পরিকল্পনাতেই খেলছিলেন। তিনি বড় শট খেলার সুযোগ খুঁজছিলেন, কিন্তু ক্মশই মাঠে একা হয়ে পড়ছিলেন। চাপও বাড়ছিল”।

ফাইনালে গুজরাতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। সেই সিদ্ধান্ত নিয়ে খানিকটা দ্বিমত রয়েছে সচিন তেন্ডুলকরের। বিশেষকরে সচিন তেন্ডুলকরের মতে গতম্যাচে এই মাঠে খেলার সূত্রে খানিকটা অ্যাডভান্টেজে ছিল রাজস্থান রয়্যালসই। এই মাঠ প্রসঙ্গে তাদের ধারনাও খানিকটা বেশী ছিল বলেই মনে করেন তিনি। এছাড়া সেই ম্যাচে রান তাড়া করে জিতেছিল রাজস্থান। কেন সঞ্জু স্যামসন এই সিদ্ধান্ত নিয়েছিল তা নিয়েই খানিকটা ধন্দ রয়েছে মাস্টার ব্লাস্টারের।