অস্ট্রেলিয়ার ব্যর্থতা দেখার পরই সমালোচনায় সরব হয়েছেন ইয়ান হিলি

Ian Healy
Ian Healy. ( Image Source: twitter )

বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ অস্ট্রেলিয়া। পরপর দুই ম্যাচেই বিশ্রী হার হয়েছে বিশ্বের েক নম্বর টেস্ট দলের। সেইসঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের খেলা ঘিরেও এখন নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার এমন পারফরম্যান্স দেখার পরই সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইয়ান হিলি। ভারতের বিরুদ্ধে নামার আগে এই শপরে কোনওরকতম প্রস্তুি ম্যাচ না খেলার জ্নযই অস্ট্রেলিয়া শিবিরে এমন বিপত্তি হয়েছে বলে মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইয়ান হিলি।

নাগপুরে প্রথম  টেস্টে এক ইনিংস ও ১৩২ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে শুকুটা ভালভাবে করলেো, শেষরক্ষা করতে পারেনি তারাষ সেখানেও সেই রবন্দ্র জাদেজার জাদুর সামনেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচও শেষ হয়ে গিয়েছে আজড়াই দিনেই। ৬ উইকেটেঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এমন পারফরম্যান্স দেখার পরই  আর মুখ বুজে থাকতে পারেননি ইয়ান হিলি। তাঁর মতে টেস্ট জয়ের জন্য কোনওরকম সহজ রাস্তা নেই। অস্ট্রেলিয়া সহজ রাস্তা বাছতে গিয়েই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে বর্ডাক গাভাসকর ট্রফি খেলার প্রস্তুতিটা অস্ট্রেলিয়া দল অনেক আগে থেকেই ঘরের মাঠে শুরু করে দিয়েছিল। ভারতে পৌঁছনোর পর বেঙ্গালুরুতেই শিবির করেছিল তারা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ টেস্ট সিরকিজে নামার গে কোনওরকম প্রস্তুতি ম্যাচ না খেলারই সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। আর ভারতের বিরুদ্ধে হারের জন্য এটাই অন্যতম প্রধাু কারণ হিসাবে দেখছেন ইয়ান হিলি। প্রস্তুতি ম্যাচ না খেলার জন্য অস্ট্রেলিয়া এখানকার পিচ, প্রকৃতি সম্বন্ধে অবগত হতে পারেনি বলেই মনে করছেন তিনি।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচে হারের পর ইয়ান হিলি জানিয়েছেন, “আবারও যেন এমন কথা শুনতে না পাই যে সিরিজে নামার আগে কোনওরকম প্রস্তুতি ম্যাচ তারা খেলবে না। টেস্টে ম্যাচে সাফল্য পাওয়ার জন্য কোনওরকম শর্টকাট নেই”।

দিল্লিতে দ্বিতীয় দিন পর্যন্ত ম্যাচের রাশ কিন্তু অনেকটাই অস্ট্রেলিয়ার দখলে ছিল। কিন্তু তৃতীয় দিনের শুরু থেকেই বদলে গিয়েছিল চিত্রটা। বিশেষ করে রবীন্দ্র জাদেজার হাত ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সেশনের মধ্যে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়েছিল ভারতীয় দল। ২ উইকেটে ৮৫ রান তেকে ১১৩ রানেই শেষ হয়ে গিয়েছিল অজি বাহিনী। যদিও সিরিজ বাচানোর এখনও সুযোেগ রয়েছে অস্ট্রেলিয়ার সামনে। তবে অ্যাডভান্টেজে যে ভারতীয় দল রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।