অন্তত ২০০ রানের লিড চায় ভারতের, মত প্রাক্তন ক্রিকেটারের

দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড ৭০ রানের, হাতে ৮ উইকেট

Indian cricket team
Indian cricket team(Photo by Grant Pitcher/Gallo Images/Getty Images)

আকাশ চোপড়া মনে করেন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ টেস্টটি ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে এবং তৃতীয় দিনের খেলাই ঠিক করে দেবে ম্যাচ কোন দলের দিকে ঝুঁকবে। প্রথম দিনে সফরকারীরা ২২৩ রানে অল আউট হওয়ার পর টিম ইন্ডিয়া প্রোটিয়াদের প্রথম ইনিংসে ২১০ রানে আটকে রেখেছে। দ্বিতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৫৭/২, এবং হাতে ৭০ রানের সার্বিক লিড রয়েছে।

তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে দ্বিতীয় দিনের খেলার প্রতিফলন করার সময় আকাশ চোপড়া মতামত দিয়েছেন যে কোনও দলই এগিয়ে নেই। তিনি বিস্তারিত বলেছেন, “বুমরাহ পাঁচ উইকেট নিয়েছেন কিন্তু ভারত কি এখনও এগিয়ে আছে? তারা দুটি উইকেট হারিয়েছে, কোহলির সাথে ক্রিজে পূজারা রয়েছেন। ম্যাচটি ভারসাম্যের মধ্যে ঝুলে আছে, বলা চলে ছুরির ফলার প্রান্তে দাঁড়িয়ে আছে, আজকের খেলা আমাদের বলে দেবে কোন দিকে খেলাটি ঘুরবে।”  

কিগান পিটারসেনের ব্যাটিংয়ে প্রভাবিত হয়েছেন পরিচিত ধারাভাষ্যকার

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার উল্লেখ করেছেন যে সিমাররা বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে খেলায় ফিরিয়ে এনেছে। আকাশ চোপড়ার পর্যবেক্ষণ, “ভারত একটি অল্প লিড পেয়েছে। শামি এক ওভারে দুটি উইকেট নেওয়ায় ভারত খেলায় ফিরে আসে। সুযোগ পেয়ে উমেশ যাদবও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। শার্দূল ঠাকুর অবশেষে একটি উইকেট পান।”

মহম্মদ শামি টেম্বা বাভুমা এবং কাইল ভেরেইনকে তিনটি ডেলিভারির মধ্যে আউট করেন। তার আগে দক্ষিণ আফ্রিকা স্বচ্ছন্দে ১৫৯/৪ স্কোরে দাঁড়িয়েছিল। এরপর জসপ্রীত বুমরাহ বাকি চারটি উইকেটের মধ্যে তিনটি নিয়ে তাঁর পাঁচ উইকেট পূর্ণ করেন।

কিগান পিটারসেনের ব্যাটিংয়ের প্রশংসা করার সময়, আকাশ চোপড়া উল্লেখ করেছেন যে সিরিজে উভয় পক্ষের ব্যাটিং পারফরম্যান্সেই খামতি দেখা গেছে। তিনি ব্যাখ্যা করেছেন, “কিগান পিটারসেন অনেক প্রভাবিত করেছে। আমরা বুঝতে পারছি যে বোলিং ভাল হয়েছে কিন্তু পুরো টেস্ট সিরিজে ব্যাটিং মান খুব সাধারণ দেখাচ্ছে। কেপ টাউনের পিচে বল একটু নড়ছিল কিন্তু সেটা তো হবেই, কারণ এটা দক্ষিণ আফ্রিকা, কানপুর নয়।”

স্বনামধন্য ধারাভাষ্যকার ইঙ্গিত করে উপসংহারে পৌঁছেছেন যে ভারতীয় ব্যাটারদের সামনে একটি কঠিন কাজ রয়েছে এবং ভালো অবস্থায় থাকতে হলে ভারতকে কমপক্ষে ২০০ রানের লিড নিতে হবে। আকাশ চোপড়া বলেছেন, “ভারত তাদের দুই ওপেনারকে হারিয়েছে। মায়াঙ্ক আগরওয়ালের কৌশল কিছুটা শিথিল দেখাচ্ছে। কেএল রাহুলের একটি বিরল জোড়া ব্যর্থতা। কোহলি এবং পূজারা দুজনকেই ভালো দেখাচ্ছে। আমি মনে করি ভারত ২০০ পর্যন্ত পৌঁছতে পারলে নিজেদেরকে সুবিধাজনক জায়গায় খুঁজে পাবে।” 

টিম ইন্ডিয়া অবশ্যই প্রোটিয়াদের জন্য চতুর্থ ইনিংসে ২৫০ রানের বেশি লক্ষ্য রাখতে চাইবে। ওয়ান্ডারার্সের একটু কঠিন পিচে দক্ষিণ আফ্রিকানরা সহজেই ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে পেরেছিল।