জশ হ্যাজেলউড ফিট হয়ে গেলে অ্যাশেজ সিরিজে স্কট বোল্যান্ডের জায়গায় তাকেই খেলানো হবে বলে মনে করছেন রিকি পন্টিং
আপডেট করা - Jun 10, 2023 4:22 pm

এই মুহূর্তে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল ম্যাচটি খেলছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এরপরে অস্ট্রেলিয়ার সামনে একটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। ১৬ই জুন থেকে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড ডব্লুটিসির ফাইনালে চোটের কারণে খেলতে পারছেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এও চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। ডব্লুটিসির ফাইনালে তার জায়গায় স্কট বোল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং মনে করছেন যে জশ হ্যাজেলউড ফিট থাকলে তিনিই অ্যাশেজ সিরিজে শুরু করবেন। এছাড়াও তিনি বলেছেন যে যদি হ্যাজেলউড ফিট না হন সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছে খুব ভালো ব্যাক-আপ আছে।
ইএসপিএনক্রিকইনফো রিকি পন্টিংয়ের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমার জন্য কিছুই পরিবর্তন হয়নি। যদি হ্যাজলউড ফিট থাকেন এবং তারা ১০০% নিশ্চিত হয় যে তিনি খেলার মধ্য দিয়ে যেতে পারবে, তাহলে আমার মনে হয় তিনিই শুরু করবেন, কিন্তু যদি তিনি না থাকেন তবে আপনার কাছে খুব ভালো ব্যাক-আপ আছে।”
তিনি আরও বলেন, “স্কটি (স্কট বোল্যান্ড) খুব ভালো ফর্মে আছেন। নির্বাচকরা যে বিষয়টি নিয়ে ভাবছেন তা হল গত কয়েক বছরে জশের চোটের রেকর্ড। আপনি যখন এটি দেখেন এবং তারপর স্কটি যেভাবে বোলিং করছেন সেটি দেখেন, তখন আপনার মনে আসতেই পারে যে তিনি প্রথম টেস্টের জন্য তাদের শুরুর একাদশে থাকবেন। সামনের দিকে তাকালে আমরা দেখব যে ছয় সপ্তাহে পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে, এটা আমাদের মনে করা উচিত হবে না যে আমরা উভয়ই বোলিং বিভাগকেই (পুরোপুরি) সঠিকভাবে শেষ করতে দেখব, উভয় দলকেই সম্ভবত সিরিজের মাঝে একজন বা দুজন পেসারকে বিশ্রাম দিতে হবে।”
“সেখানে তিনি গ্রিনের সাহায্য পাবেন” – রিকি পন্টিং
রিকি পন্টিং মনে করছেন যে অ্যাশেজ সিরিজে ক্যামেরন গ্রিনকে খেলার সুযোগ দেওয়া হবে। এছাড়াও তিনি প্যাট কামিন্সের প্রশংসা করেছেন।
রিকি পন্টিং বলেন, “সিরিজের মধ্যে, যেখানে সেই বিশ্বমানের অলরাউন্ডার নেই যিনি একটি ইনিংসে ১৫ ওভার বল করতে পারবেন, সেখানে গ্রিনকে না খেলানোর সম্ভাবনা কম। আমি মনে করি যদি প্যাট নিজেকে যথেষ্ট ভালোভাবে পরিচালনা করেন। সেখানে তিনি গ্রিনের সাহায্য পাবেন। আমার মনে হয় অধিনায়ক এক্ষেত্রে পার হয়ে যেতে পারবেন।”