এই মরসুমের ব্যর্থতা ভুলে আগামী মরসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য স্থির সূর্যকুমার যাদবের

Suryakumar Yadav and Tilak Varma2
Suryakumar Yadav and Tilak Varma2 ( source ipl/bcci)

আইপিএলের মঞ্চ থেকে এবার প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা আটম্যাচ হেরে এবার এক বিরল রেকর্ড গড়েছেন রোহিত শর্মারা। আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল দলের এমন অবস্থা দেখে অনেকেই হতবাক হয়েছেন। একরাশ হতাশা নিয়ে আইপিএের মঞ্চকে বিদায় জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররা। যদিও হতাশায় ভেঙে পড়তে নাাজ সূর্যকুমার যাদব। এই মরসুম ভুল থেকে শিক্ষা নিয়েই আগামী মরসুমের জন্য লক্ষ্য স্থির করে ফেলেছেন তিনি।

আইপিএলের মঞ্চে চোট পেয়ে শেষদিকে আর দুুটো ম্যাচে খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থ ব্যাটারদের মধ্যে একমাত্র সফল নাম হল এবার সূর্যকুমার যাদব। এই তরুণ তারকার ব্যাটে রান এলেও শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্য দেখাতে ব্যর্থই হয়েছেন তিনি। আর শেষেরদিকে চোট পেয়ে সূর্যকুমার যাদব নিজেই ছিটকে যান দল থেকে। যদি আসন্ন মরসুমের জন্য নিজের লক্ষ্য স্থির করে নিয়েছেন তিনি। মুম্বইকে ষষ্ঠ আইপিএল ট্রফি দেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।

এই মরসুমে টানা আটম্যাচ হেরে বিরল রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশী পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। ব্যাটিং থেকে বোলিং প্রতি জায়গাতেই মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররে জ্বলে উঠতে পারেনি। যারফলে ব্যর্থ হয়েই প্রতিবার মাঠ ছাড়তে হয়েছে তাদের। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪ ম্যাচ  জিততে পেরেছিলেন রোহিত শর্মারা। এই পারফরম্যান্স ভুলে অবশ্য আসন্ন মরসুমের জন্য তৈরি হওয়াই এখন প্রধান লক্ষ্য মুম্বই তারকাদের।

আর সেই কথাই মুম্বই ইন্ডিয়ান্সের প্রকাশিত একটি ভিডিওতে জানিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি বলেছেন, “আমাদের ষষ্ঠবার আইপিএল চ্যাম্পিয়ন হতেই হবে। এইবার সেই লক্ষ্য নিয়ে নামলেও, তাতে আমরা সফল হইনি। কিন্তু পরবর্তী মরসুমে ষষ্ঠ আইপিএল চ্যাম্পিয়ন হবই। পরের মরসুমে আরও একটা ট্রফি আমাদের ক্যাবিনেটে তুলতে হবে”।

আইপিএলে এবার মুম্বই ইন্ডিয়ান্সের দল গঠন নিয়ে শুরু থেকেই নানান কথা শোনা গিয়েছিল। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশও নানান সময় প্রশ্নের মুখে পড়েছিল। টানা আটম্যাচ হেরে আইপিএলের প্রথম দল হিমসাবে এবার বিদায় নেওয়ার রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা থেকে ইশান কিষাণ, জসপ্রীত বুমরারা সকলেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই মরসুম। যদিও সূর্যকুমার যাদবের কাছে সেইসব এখন অতীত। পুরনো ভুলে এখন থেকেই আসন্ন মরসুমের জন্য নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন সূর্যকুমার যাদব।