নিউ জিল্যান্ড ম্যাচ শেষে সেরা ফিল্ডারের মেডেল রবীন্দ্র জাদেজার

Ravindra Jadeja & Suryakumar Yadav
Ravindra Jadeja & Suryakumar Yadav. ( Image Source: BCCI )

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে উইকেট পাননি তিনি ঠিকই। কিন্তু রবীন্দ্র জাদেজার ঝুলি একেবারে ফাঁকা নয়। ম্যাচ শেষে ভারতীয় দলের তরফে সেরা ফিল্ডারের পুরষ্কার উঠল এই তারকা ক্রিকেটারের হাতে।  ম্যাচ শেষে এবার ভারতীয় দলের ড্রেসিংরুমে দলের তরফেই সেরার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। সেখানেই সেমিফাইনালের মঞ্চে সেরা ফিল়্ডারের পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। আরেক ভাল ফিল্ডার সূর্যকুমার যাদবের হাত থেকেই সেই পুরস্কার পেলেন স্যার জাড্ডু। এই ছবি দেখেই আপ্লুত গোটা ভারতীয় ক্রিকেট মহল।

এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছ টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজাও রয়েছেন অসাধারণ ফর্মে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।  যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে সেই পারফরম্যান্স দেখাতে পারেননি রবীন্দ্র জাদেজা। উইকেটের ঝুলি স্যার জাদেজার ফাঁকা থাকলেও, এদিন ফিল্ডিংয়ে দুরন্ত পারফরম্যামন্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেরা ক্যাচ গুলো এদিব এই তারকার ক্রিকেটারের হাতেই গিয়েছিল। এমমন পারফরম্যান্সের পরই রবীন্দ্র জাদেজার গলায় উঠল দলের সেরা ফিল্ডারের পুরস্কার।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনটি সেরা ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাদেজা

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করলেও, পাল্টা লড়াইটা কেন উইলিয়ামসনও ভালই দিয়েছিলেন। নিউ জিল্যান্ডের সেরা তারকাদের ক্যাচ নিয়ে ভারতকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন রবীন্দ্র জাদেজা। এদিন নিউ জিল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা ক্রিকেটার ড্যারিল মিচেলের ক্যাচ নিয়েছিবেন ম্যাচের ৪৬ নম্বর ওভারে। আর সেই ক্যাচই যে ভারতীয় শিবিরে সবচেয়ে বেশী স্বস্তি ফিরিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মার্ক চ্যাম্পম্যানের ক্যাচও এদিন নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

শুধুমাত্র ড্যারিল মিচেল নন, সেই ম্যাচে ভারতীয় দলের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন আরেক তারকা ক্রিকেটার গ্লেন ফিলিপসও। সেই গ্লেন ফ্লিপসকে সাজঘরে ফেরানোর পিছলেও রবীন্দ্র জাদেজার অবদান ছিল অনস্বীকার্য। সেই গ্লেন ফিলিপসের ক্যাচও নিয়েছিলেন রবীন্জ্র জাদেজা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পিছনে এই  তিনটি ক্যাচ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই পারফরম্যান্স দেখার পরই ড্রেসিংরুমে রবীন্দ্র জাদেজার গলায় উঠল সেরা ফিল্ডারের মেডেল। আর সেই মেডেল তাঁকে দিলেন সূর্যকুমার যাদব।