বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা যেতে চলেছে শ্রেয়া ঘোষাল, অরিজিত্ সিংকে

ICC-Logo-for-ICC-ODI-World-Cup-2023
ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)

আগামী ৫অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকলে। প্রতিটি দল যেমন এই মুহূর্তে দল গোছাতে ব্যস্ত। তেমনই আইসিসিও শেষ মুহূর্তের প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ত রয়েছে।  জাঁকজমকের মধ্যে দিয়েই উদদ্বোধন হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেই প্রস্তুতিও রয়েছে তুঙ্গে। আগামী ৪ অক্টোবর বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। সেখানেই এবার চাঁদের হাট। বলিউড থেকে দক্ষিণ তারকাদের ভিড় চোখে পড়বে বিসিসিআইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে।

হাতে সময় একেবারেই কম রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এখন থেকেই সাজোসাজো রব রয়েছে। পিটিসি পঞ্জাবের খবর অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠছানেই এার দেখা যেতে চলেছে আশা ভোসলেকে। সেইসঙ্গেই উদ্বোধনী অনুষ্ঠান কাপাতে উপস্থিত থাকবেন শ্রেয়া ঘোষাল, অরিজিত সিং সহ শঙ্কর মহাদেবানএবং রনবীর সিংদের মতো তারকারা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও তাকতে আরও নানান আকর্ষণ। শোনাযাচ্ছে বিশ্বকাপের মঞ্চে নাকি দেখা যাবে লেজার শো। সময় যত এগিয়ে আসছে বিশ্বকাপ ঘিরে উন্মাদনা যে ততই বেড়ে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে মাতাবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিত্ সিং

১১ বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেই খবর শোনার পর থেকেই তো সকলের প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল। গত মাসেই ওডিআই বিশ্বকাপের সূচীও ঘোষণা হয়ে গিয়েছে। সেই থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। সেখানেই শেষপর্।ন্ত কোন অঘধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে তা তো সমই বলবে। কয়েকদিন আগেই বিশ্বকাপের থিম সং প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গিয়েছিল বলিউডের সেরা তারকা রনবীর সিংকে। এবার উদ্বোধনের মঞ্চও মাতাবেন তিনি।

ভারতের ১০টি শহর জুড়ে হবে এবারের ওডিআই বিশ্বকাপের ম্যাচ। সেখানেই আহমেদাবাদ, দিল্লি, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দরাবাদ, ধরমশালা, পুণে এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই হবে প্রতিটি ম্যাচ। আর সেই হিসাব নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। ৯টি ভেন্যুতেই এবার  পাঁচটি করে ম্যাচ দিয়েছে আইসিসি। একমাত্র হায়দরাবদেই তিনটি ম্যাচ হবে এবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী ৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই শুরু হবে এবারের বিশ্বকাপ।  ৪ অক্টোবর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হতে চলেছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

সেই অনুষ্ঠান ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি পর্ব তুঙ্গে। মাঝে সময় রয়েছে আর মাত্র কয়েকটা দিনের। সেখানেই যে জামজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সকলকে কার্যত অবাক করে দিতে চাইছে বিসিসিআই তা বলার অপেক্ষা রাখে না।