রাজস্থানের বিরুদ্ধে এমএস ধোনিকে ওপরের দিকে ব্যাটিং করার পরামর্শ সুনীল গাভাসকরের

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

আর কিছুুক্ষণ পরই  আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অই মুহূর্তে দুই দলই দুটো করে ম্যাচ জিতে নিয়েছে। এই ম্যাচ জিততে পারলেই লিগ টেবিলের  শীর্ষস্থানে এগিয়ে যেতে পারবে যেকোনও এক দল। সেই ম্যাচে নামার আগেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ সুনীল গাভাসকরের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই হাই ভোল্টেজ ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিং পজিশনের ওপরের দিকে ব্যাটিং করার বার্তা দিচ্ছেন এই প্রাক্তন কিংবদন্তী।

শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দু্র্ধর্, পারফরম্যান্স দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ ফের একবার দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির সেরা নেতৃত্বের ঝলক। যদিও সেই ম্যাচে ব্যাটিং করতে নামতে হয়নি মহেন্দ্র সিং ধোনিকে। এবার ঘরের মাঠে আইপিএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। এই হাই ভোল্টেজ ম্যাচেই মহেন্দ্র সিং ধোনিকে খানিকটা ওপরের দিকে ব্যাটিং করার আর্জিই জানিয়েছেন সুনীল গাভাসকর।

আইপিএলের মঞ্চে ২৩৬ ম্যাচে এমএস ধোনির রান রয়েছে ৫০০৪

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২১৩টি ম্যাচে  অধিনায়ক হিসাবে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই জয়ের পরিসংখ্যান তাঁর ঝুলিতেই রয়েছে। চেন্নাই সুপার রকিংস এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক হিসাবে আইপিএলে খেলেছেন তিনি। সব মিলিয়ে অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে ১২৫টি ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। হেরেছে ৮৭টি ম্যাচ। আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে ৫৮.৯৬ শকাংশ ম্যাচে জয়ের মুখ দেখেছেন ক্যাপ্টেন কুল। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছেন তিনি। সেই ম্যাচে নামার আগেই মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে বিশেষ বার্তা সুনীল গাভাসকরের।

প্রাক্তন এই তারকা ক্রিকেটার জানিয়েছেন, “আমি আশাবাদী যে মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচের তাঁর ব্যাটিং পজিশনে ক্ষেত্রে খানিকটা ওপরের দিকে ব্যাটিং করতে আসবেন। কারণ এমনটা হলে তিনি তিন থেকে তার ওভারক আরও বেশী খেলতে পারবেন। তাঁর বড় রান করার দক্ষতা রয়েছে। ওপরের দিকে ব্যাটিং করতে এলে তাংর ব্যাটিং পারফরম্যান্স একটা বড়সড় পার্থক্য গড়ে দিতে পারে”।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ২৩৬টি ম্যাচে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছে ৫০০৪ রান। ২০০৮ সালেই চেন্নাই সুপার কিংসের হয়ে এবূারের আইপিএলে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনি। সেই থেকেই তাঁর সাফল্যের রাস্তায় এগোনো শুরু হয়েছে।  এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনিকে ওপরের দিকে ব্যাটিং করতে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।