আইপিএলের প্লে অফের দল বেছে নিলেন সুনীল গাভাসকর ও ম্যাথু হেডেন

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

গত শনিবার থেকে মুম্বইয়ে শুরু হয়ে গিয়ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট লিগ। আইপিএলের লড়াই শুরু হতেই আরম্ভ হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশের। যদিও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসই মাঠে নেমেছে। যদিও সুপার সানডে-তে আইপিএলের মঞ্চে রয়েছে জমজমাট লড়াই। প্রথম ম্যাচে যেমন দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের বিরুদ্ধে নামছে। এরপরই আইপিএলের মঞ্চে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস।

সদ্য শুরু হয়েছে এবারের মেগা আইপিএল।  প্লে অফে কোন দল যাবে তা এখনও বহুদূর। কিন্তু এখন থেকেই প্রাক্তন ও বিশেষজ্ঞরা নিজেদের সেরা চার দল বেছে নিতে শুরু করে দিয়ছেন। আইপিএলের প্লে অফে কোন কোন দল যেতে পারে, তেমনটাই বেছে নিয়েছেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেনরা। স্টার স্পোর্টসের গেম প্ল্যান অনুষ্ঠানেই নিজেদের প্লে অফের দল বেছে নিয়েছেন তারা।

আর সেখানে সমস্ত কিছু বিচার করে নিজেদের সেরা চার দল বেছে নিয়েছেন সুনীল গাভাসকর। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানেই নিজেদের পছন্দের দল বেছে নিয়েছেন এই দুই তারকা। সেখানেই সুনীল গাভাসকরের মতে মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই, তার সঙ্গে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স সহ চেন্নাই সুপার কিংসকে বেছে নিয়েছেন সুনীল গাভাকসর।

সুনীল গাভাসকরের তালিকায় মুম্বই, দিল্লি, কলকাতা ও চেন্নাই সুপার কিংস

কেন এই চার দলকে তিনি প্লে অফের জন্য বেছে নিয়েছেন তার পক্ষে যুক্তিও দিতে ভোলেননি এই প্রাক্তন তারকা ক্রিকেটার। সুনীল গাভাসকর জানিয়েছেন, “অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে। একইসঙ্গে দিল্লি ক্যাপিটালসও এবার প্লে অফের অন্যতম যোগ্য দাবীদার। বিশেষ করে গত কয়েক মরসুম ধরে দিল্লি ক্যাপিটালস যেমন পারফরম্যান্স দেখিয়ে এসেছে, তাতে তারা তো যাবেই প্লে অফে। একইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সও যেতে পারে। কারণ এবার তারা খুবই ভাল দল গঠন করেছে। আর জাড্ডুর কথা ভেবেই মন হচ্ছে এবার চেন্নাই সুপার কিংসও যাবে প্লে অফে”।

শুধু সুনীল গাভাসকর নন, একইসঙ্গে প্লে অফের দল বেছে নিয়েছেন আরেক তারকা ম্যাথু হেডেনও। আর তাঁর তালিকা শুনে খানিকটা হলেও হতবাক হবে সকলে। যে মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে বেশীবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, ম্যাথু হেডেন সেই মুম্বই ইন্ডিয়ান্সকেই বাদ দিয়েছেন। তাঁর মতে নাকি এবারের আইপিএলের প্লে অফে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ম্যাথু হেডেনের তালিকায় রয়েছে চেন্নাই, কলকাতা, দিল্লি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

এই প্রসঙ্গে ম্যাথু হেডেন জানিয়েছেন, “এবারের আইপিএলের সেরা চারে চেন্নাই সুপীর কিংসকেই দেখতে চাই আমি। যদিও আমি অবশ্য মুম্বই ইন্ডিয়ানসকে এবারের  সেরা চারের মঞ্চে দেখতে পাচ্ছি না। বরং আমার তালিকায় দিল্লি ক্যাপিটালস ও  কলকাতা নাইট রাইডার্সকে রাখছি। এছাড়া গতবারের মতো এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল যথেষ্ট শক্তিশালী। তারা প্লে অফে গেলে খুব একটা অবাক হওয়ার কিছুই হবে না”।