টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া

দক্ষিণ আফ্রিকা কোন পরিবর্ত ক্রিকেটার নিচ্ছে না তাঁর জায়গায়

Anrich Nortje. (Photo by Phill MAGAKOE / AFP) (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

সেঞ্চুরিয়নে ২৬শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে বহু প্রতীক্ষিত তিন ম্যাচের টেস্ট সিরিজ। উদ্বোধনী ম্যাচের আগে প্রোটিয়ারা একটি বড় ধাক্কা খেল। তাদের ফর্মে থাকা বোলার আনরিখ নর্কিয়া সমগ্র টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে খবরটি নিশ্চিত করেছে যে নর্কিয়া সিরিজে অনুপস্থিত থাকবেন এবং কারণ হিসেবে বলা হয়েছে তাঁর ধারাবাহিক চোট।   

নর্কিয়া গত কয়েক বছরে প্রোটিয়াদের হয়ে সব ফরম্যাটেরই একজন শীর্ষস্থানীয় বোলার। তিনি ধারাবাহিকভাবে উইকেট তো পানই, তা ছাড়া তাঁর ঘণ্টার দেড়শো কিমি গতিতে বল করার ক্ষমতা ব্যাটারদের মনে আতঙ্কের সঞ্চার করে। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে তাঁর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা দিত টিম ম্যানেজমেন্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁকে ছাড়াই এখন নামবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তিনি সময় মতো ফিট হবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। 

২৮ বছর বয়সী এই যুবক মাত্র ১২টি টেস্ট ম্যাচে ৪৭ উইকেট শিকার করেছেন এবং তাঁর নামের পাশে ইতিমধ্যেই তিনটি ইনিংসে পাঁচ উইকেট শিকার রয়েছে। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও তিনি দুর্দান্ত ছিলেন যেখানে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেও খারাপ নেট রান-রেটের কারণে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছতে বার্থ হয়েছিল। নর্কিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত দুই মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে মুগ্ধ করেছিলেন এবং এই বছর নিলামের আগে তাঁকে ক্যাপিটালস ৬.৫ কোটি টাকায় রিটেইন করেছে। 

নর্কিয়া বাদ গেলেও তাঁর জায়গায় কোন পরিবর্ত নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা

এদিকে, সিএসএ সিদ্ধান্ত নিয়েছে যে তারা টেস্ট সিরিজের জন্য আনরিখ নর্কিয়ার বদলি হিসেবে কোন নাম ঘোষণা করবে না। দলের অন্য পেসাররা হলেন কাগিসো রাবাডা, বেউরান হেন্ডরিক্স, গ্লেন্টন স্টুরম্যান, ডুয়ান অলিভিয়ার এবং সিসান্ডা মাগালা। উইয়ান মুল্ডার এবং মার্কো জ্যানসেনের পেস-বোলিং অলরাউন্ডাররাও রয়েছেন দলের সাথে।

রাবাডা এবং অলিভিয়ার প্রথম একাদশে অনেকটাই নিশ্চিত। অলরাউন্ডার হিসেবে মুল্ডারের খেলার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় যে একাদশে তৃতীয় সিমার হিসেবে কে সুযোগ পান। ঘরোয়া ক্রিকেটে ভালো প্রদর্শনের জন্য সিসান্ডা মাগালা সুযোগ পেতে পারেন। তিনি এখনো পর্যন্ত ১টি ওডিআই এবং ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। বিউরান হেনড্রিকসও খেলতে পারেন কারণ তিনি আক্রমণে বাঁ-হাতি পেসের বৈচিত্র্য সরবরাহ করেন।