দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, প্রথম ওডিআইঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও হেড টু হেড

South Africa vs India
South Africa vs India. (Photo Source: DERYCK FOSTER/AFP via Getty Images)

টি টোয়েন্টি সিরিজের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। টি টোয়েন্টি সিরিজ ড্র হয়েছে। দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ওডিআই সিরিজ সিরিজ জিততে এবার মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। রবিবার সিরিজের প্রথম ম্যাচে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে নামতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও ধারেভারে খানিকচটা এগিয়ে থেকেই নামচে ভারতীয় দল।

তবে পরিসংখ্যান কিন্তু দক্ষিণ আফ্রিকার দিকেই রয়েছে। এখনও পর্যন্ত ওডিআইয়ের মঞ্চে ভারতের বিরুদ্ধে অনেকগুলো ম্যাচই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৯১টি ম্যাচের মধ্যে ৫০টি ম্যাচেই জয় তুলে নিয়েছে প্রোটিয়া বাহিনী। এবার ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে তারা। ওডিআই বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকেই বিশ্রীভাবে হারিয়েছিল ভারতীয় দল। ঘরের মাঠে ভারতকে হারিয়েই যে সেই প্রতিশোধ নিতে তারা মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।

এই ওডিআই সিরিজেই আবার ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের অধিনাচয়কের দায়িত্ব রয়েছে এই কেএল রাহুলের ওপরই। বিশ্বকাপের পর এই প্রথমবার মাঠে নামবেন তিনি। নেতৃত্বও দেবেন এই সিরিজে টি টোয়েন্টির পর এহবার এই সিরিজেই ভারতের ওডিআই ফর্ম্যাটে অভিষেক হতে পারে রিঙ্কু সিংয়ের। টি টোয়েন্টিতে তিনি সাফল্য পেয়েছেন। এবার ওডিআই  ফর্ম্যাটেও এই তারকা ক্রিকেটার সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।

পিচ কন্ডিশন

দক্ষিণ আফ্রিকার মধ্যে জোহানেসবার্গের এই ওয়ান্ডারার্স স্টেডিয়াম অন্যতম ব্যাটিং সহায়ক একটি পিচ। এখানকার পিচ যেমন খানিকটা ফ্ল্যাট প্রকৃতির এবং সেখানে বাউন্ডারিও তুলনীমূলক ছোট। সেই কারণেই ব্যাটারদের বড় রান করার পক্ষে সুবিধা হয়। টস জিতলে অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য প্রথম একাদশ

দক্ষিণ আফ্রিকাঃ রেজা হেনড্রিকস, টনি ডে জর্জি, রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডাইল ফেলুকায়ো, কেশভ মহারাজ, ন্যান্দ্রে বার্গার, লিজাদ উইলিয়ামস, ওট্টিনেল বার্ডম্যান

ভারতঃ রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, কেএল রাহুল, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আভেশ খান, অর্শদীপ সিং

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত হেড টু হেড

ম্যাচ – ৯১

দক্ষিণ আফ্রিকা জয়ী – ৫০

ভারত জয়ী – ৩৮

ফলাফল হয়নি – ৩

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – দুপুর ১.৩০ ( ভারতীয় সময়)

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ সম্প্রচার – ডিজনি + হটস্টার