মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হওয়ার আফসোসের সুর শুভমন গিলের গলায়

Shubman Gill
Shubman Gill. ( Photo Source: Twitter)

প্রথম দুই ম্যাচেই ব্যাটে তেমন রান করতে পারেননি শুভমন গিল। কিন্তু সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতের জয়ের পিছনে তাঁর অবদানও অনস্বীকার্য। শিখর ধওয়ান, ঈশান কিষাণরা এদিন ব্।র্থ হলেও, শুভমন গিলের ব্যাটে  কিন্তু রানের ঝলক দেখা গিয়েছিল। কিন্ত ৪৯ রানেই থামতে হয়েছিল েই তারকা ব্যাটারকে। আর তাতেই যেন ম্যাচ শেষে একরাশ হতাশা ঝড় পড়ছে শুভমন গিলের গলা থেকে। তাঁর শুধু একটাই আফসোস। মাত্র এক রানের জন্যই অপ্ধশতরান হাতছাড়া হয়েছে  শুভমন গিলের।

এদিন প্রথমে ব্যািং করতে নেমে মাত্র ৯৯ রানেই শেষ হয়ে গিয়োছিল দক্ষিণ আফ্রিকা । ভারতের সামনে রানের লক্ষ্যটাও ছিল বেশ সহজ। পুরপর দুই ম্যাচে সেভাবে বড় রান করতে পারেননি শুভমন গিল। এদিন প্রথম তেকেই বেশ ছন্দে ছিলেন তিনি। যদিও শিখর ধওয়ান কিন্তু এই ম্যাচেও কম রানেই সাজঘরে ফির্ছিলেন। গত ম্যাচের নায়ক ঈশান কিষাণও বড় রান পেতে ব্যর্ত হয়েছিলেন। সেই সময় থেকেই শ্রেয়স আইয়ারকে নিয়ে ম্যাচের হাল ধরেছিলেন শুভমন গিল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে ৪৯ পানেই সাজঘরে ফেরেন শুভমন গিল

কিন্তু ৪৯ রানের মাথাতেই মাঠ ছাড়তে হয়েছিল েই তারকা ক্রিকেটারকে। দলের জয়ের জন্য যে তিনি অত্যন্ত কুশি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সঙ্গে অর্ধশতরান না পাওয়ার আক্ষেফটাও রয়েছে এই তরুণ ক্রিকেটারের। মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে তাঁর। ম্যাচ শেষে দলের সকলেরই প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। সেইসঙ্গে সেই এক রানের আফসোসটাও রয়েছে শুভমন গিলের।

এই প্রসঙ্গে ম্যাচ শেষে শুভমন গিল জানিয়েছেন, “যে সময় আমি আউট হয়ে গিয়েছিলাম এবং যেভাবে আউট হয়ে গিয়েছিলাম, সেটায় আমি সত্যিই অত্যন্ত হতাশ। কিন্তু এই সিরিজ থেকেই অনেককিছু শিখতেও পেরেছি। যেমন একসময় সিরিজে পিছিয়ে পড়েছিলাম।সেখান তেকে ফের আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। অনেককিছুই শিখতে পেরেছি েই সিরিজ থেকে। এই সিরিজে দলের বোলাররাও অসাধারণ কাজ করেছে। প্রত্যেকের পারফরম্যান্স নিয়েই আমরা যথেষ্ট সম্তুষ্ট”।

কয়েকদিন আগেই দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার কথা শোনা গিয়েছিল শুভমন গিলের মুখে। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তাঁর। তবে ভারতের একদিনের দলে এই মুহূর্তে কিন্তু তিনি নিয়মিত সদস্য। সেখানেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে জিম্বাবোয়ে প্রতিটি সিরিজেই ভার পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। পরের বছরই রয়েছে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। সেই দলেই সুযোগ করে নিতে চান েখন শুভমন গিল।