টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ ভারত ও ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে ধরছেন শেন ওয়ার্ন

খারাপ ফর্মের মধ্য দিয়ে গেলেও ওয়ার্নার ও মর্গ্যান ভালো করবেন বলেই মনে করছেন তিনি

Shane Warne
Shane Warne. (Photo Source: Getty Images)

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন বলেছেন যে ভারত এবং ইংল্যান্ড ২০২১ টি -টোয়েন্টি বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার। মেন ইন ব্লু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে, তাদের উভয় প্রস্তুতি ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছে। অন্যদিকে ব্রিটিশরা তাদের প্রথম অনুশীলন খেলায় ভারতের কাছে হেরে গেলেও নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে ছন্দে ফিরেছে। 

বিরাট কোহলির ভারত ২৪শে অক্টোবর পাকিস্তানের বিপক্ষে সুপার  ১২-তে তাদের অভিযান শুরু করছে। ইংল্যান্ড যাত্রা শুরু করবে ২৩শে অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যারা গত সংস্করণের চ্যাম্পিয়ন। এই বছর চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে ওয়ার্ন এগিয়ে রাখছেন ভারত ও ইংল্যান্ডকে। যদিও তিনি মনে করেন অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়।

তিনি আরও বলেছেন যে পাকিস্তান এবং ক্যারিবিয়ান দলকেও সমীহ করে চলা উচিত কারন তারাও বেশ কিছু চমক দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও মূল টূর্নামেন্টে তাদের জ্বলে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।  ইদানীং ডেভিড ওয়ার্নার ও ইয়ন মর্গ্যানের ফর্ম ভালো না থাকলেও তাদেরকে এখনই হিসাবের বাইরে রাখছেন না তিনি। 

ওয়ার্ন টুইটারে লিখেছিলেন, “আমি মনে করি, টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ড এবং ইন্ডিয়াকে ফেভারিট হিসেবে ভাবতে হবে। নিউজিল্যান্ড সবসময় এই ইভেন্টগুলিতে ভাল পারফর্ম করে। কিন্তু আমার মনে হয় অস্ট্রেলিয়াকে অবমূল্যায়ন করা হচ্ছে কারণ তাদের দলে অনেক ম্যাচ উইনার আছে। তারপর পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ আছে। কে জিতবে তা দেখার জন্য উচ্ছ্বসিত।” 

“যাঁরা ডেভিড ওয়ার্নার ও ইয়ন মর্গ্যানকে হিসাবের বাইরে রাখতে চায় তাঁরা মনে রাখবেন ক্লাস স্থায়ী এবং ফর্ম সাময়িক – এই খেলোয়াড়দের মধ্যে একজন যদি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয় তবে অবাক হবেন না।” ওয়ার্ন তাঁর দ্বিতীয় টুইটে উল্লেখ করেছেন।

অস্ট্রেলিয়া আবুধাবির টলারেন্স ওভালে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে তিন উইকেটের দুর্দান্ত জয় দিয়ে প্রস্তুতি শুরু করেছে। তবে দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারত তাদের আট উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ১৫২/৫ তোলে অস্ট্রেলিয়া। ভারত ১৭.৫ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছিল। উভয় সিরিজেই তারা ১-৪ ব্যবধানে হেরেছে।